ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ মে ২০১৫

প্রতিবাদ

সোমবার জনকণ্ঠে ‘পাকিস্তানী মালিকানাধীন সিটি স্কুলের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সিটি স্কুল ইন্টারন্যাশনালের অধ্যক্ষ মারিয়া কাশিফ এক প্রতিবাদলিপিতে বলেছেন, তাদের প্রতিষ্ঠানে বাংলা ভাষা ও বাংলাদেশের কৃষ্টি কালচারকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়। দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা পড়ানো হয়। প্রতিষ্ঠানে ৭০ শতাংশই বাংলাদেশের শিক্ষার্থী। অধ্যক্ষ আরও বলেন, তাদের প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। সুন্দর শৃঙ্খলা ও ভাল একাডেমিক কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি সকলের কাছে পরিচিত। যেখানে শিশু এবং তাদের অভিভাবকদের সঙ্গে রয়েছে সুন্দর সম্পর্ক। অধ্যক্ষ বলেন, নাদিয়া নামে তাদের কোন অভিভাবক নেই। প্রতিষ্ঠানটি সম্পর্কে প্রকাশিত সংবাদে সুনামহানি হয়েছে। কারণ এই প্রতিষ্ঠানটি বিশ্বনন্দিত প্রতিষ্ঠান। দুবাই, জেদ্দা, মালয়েশিয়া, ফিলিপিন্সের বিভিন্ন দেশে এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে। তাই প্রকাশিত সংবাদটি আমাদের সুনামহানিই ঘটিয়েছে।
×