ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক ইউরোতে বাড়ি!

প্রকাশিত: ০৫:৪১, ১৯ মে ২০১৫

এক ইউরোতে বাড়ি!

মূল্যস্ফীতির এই যুগে যদি শোনেন এক ইউরো তথা বাংলাদেশী ৮৮ টাকায় একটি আস্ত বাড়ি আপনি কিনতে পারবেন তাহলে কি পিলে চমকে উঠবেন না? এ তো শায়েস্তা খানের আমল নয়। এ যুগে এক ইউরোতে ভাল চকোলেটই জোটে না, সেখানে এক বিশাল বাড়ি, শুনলে অবাক না হয়ে পারা যায় না। তাও যেমন-তেমন বাড়ি নয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক একটি বাড়ি। ইতালির সিসিলিতে এক ইউরোতে বাড়ি বিক্রির ঘোষণা দিয়েছেন সিসিলির মেয়র গুইডো গোতজানো। এত কম দামে বাড়ি পাওয়ার অবশ্য অন্য কারণও আছে। প্রথমত, এখানে প্রচণ্ড ঠাণ্ডা পড়ছে। এত্মাউন্টেনের কাছাকাছি বলে এবং উচ্চতা ৫ হাজার ফুটের ওপরে, তাই ঠাণ্ডার সময় বরফ পড়াটা খুবই স্বাভাবিক। দ্বিতীয়ত, শহুরে সুযোগ-সুবিধার সঙ্গে এই অঞ্চলের সংযোগ নেই। পুরো এলাকাটায় ভূতুড়ে। চার-পাঁচ শ’ বছর আগে তৈরি হওয়া এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার বাসিন্দারা বাসাবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। এখন পুরো এলাকাটা জনমানবশূন্য হয়ে পড়েছে। এখন মানুষকে আকৃষ্ট করার জন্যই মাত্র এক ইউরোতে বাড়ি বিক্রির ঘোষণা দিয়েছেন সিসিলির মেয়র। তবে একটা ফাঁকফোকর না বললেই নয়। বাড়ি এক ইউরোতে পেলেও বাড়ি মেরামত খরচ আঠারো হাজার পাউন্ডের মতো লেগে যাবে। সূত্র : ইন্টারনেট
×