ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় দৃষ্টির সম্মাননা ও আবৃত্তি সন্ধ্যা

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ মে ২০১৫

বগুড়ায় দৃষ্টির সম্মাননা ও আবৃত্তি সন্ধ্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার সন্ধ্যায় আবৃত্তি সংগঠন দৃষ্টির উদ্যোগে গুণীজন সংবর্ধনা, সম্মাননা স্মারক প্রদান ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়। ‘একটি সাংস্কৃতিক চেতনা’ সেøাগানে আয়োজিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে প্রযুক্তি ও মঞ্চের সমন্বয় দর্শক শ্রোতাদের বাড়তি আনন্দ দেয়। সম্মাননাপ্রাপ্তদের আলোর মানুষ হিসেবে তুলে ধরে অনুষ্ঠানটির নামকরণ করা হয় তিন আলোর মানুষকে সংবর্ধনা। অনুষ্ঠানে সাহিত্যে সম্মাননা দেয়া হয় সাহিত্যিক ও ছোট গল্পের নতুর ধারার রূপকার হোসনে আরা মণিকে। নাটকে অভিনেতা নির্দেশক ও সংগঠক খলিলুর রহমান চৌধুরী এবং আবৃত্তিতে প্রতীক ইজাজকে সম্মাননা দেয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৃষ্টির বগুড়া জেলা শাখার সভাপতি মোস্তাক ইবনে মাহবুব শুভ এবং সাধারণ সম্পাদক সুলতানা পারভীন শ্রাবনী। এ সময় তারা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে সংগঠনের পরিচিতি তুলে ধরেন। এরপর সম্মননাপ্রাপ্তদের ওপর প্রামাণ্য ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে হোসনে আরা মণির ছোট গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাট্যকার খলিলুর রহমান চৌধুরী অভিনীত নাটক এবং তাদের মতামত তুলে ধরা হয়েছে। প্রামাণ্য চিত্র প্রদর্শনের পর মঞ্চে অতিথিদের হাতে সম্মাননা তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম। তিনি খলিলুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। উত্তরীয় পরিয়ে দেন দৃষ্টির সভাপতি মোস্তাক ইবনে মাহবুব শুভ। এরপর সাহিত্যে হোসনে আরা মণির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, উত্তরীয় পরিয়ে দেন দৃষ্টির সাধারণ সম্পাদক সুলতানা পারভীন শ্রাবনী। প্রতীক ইজাজের অনুপস্থিতিতে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার ছোট ভাই সাব্বির আহমেদ শপথ। অনুষ্ঠান শেষে শুভ ও শ্রাবনীর পরিচালনায় মনোজ্ঞ আবৃত্তি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
×