ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের সঙ্গে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক শুরু

প্রকাশিত: ০৫:২৯, ১৮ মে ২০১৫

ভারতের সঙ্গে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ-ভারতের বাণিজ্য সচিব পধর্যায়ের বৈঠক শুরু হয়েছে। রবিবার, সন্ধ্যা ৬ টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বৈঠক শুরু হয়। এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের সচিব রাজীব খের। সভায় বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি নবায়ন, বাংলাদেশে বিএসটিআই প্রদত্ত টেস্ট সার্টিফিকেট ভারত কর্তৃক স্বীকৃিত প্রদান, ভারত হতে পণ্যের আমদানিতে অস্থায়ী বাধা দূর করা, বর্ডার হাট, বাংলাদেশের তৈরি পোশাকের ওপর ভারত কর্তৃক আরোপিত সিভিডি প্রত্যাহার, বাংলাদেশের পাটের ব্যাগ ভারতে রফতানির সমস্যা দূরীকরণ, স্থলবন্দরসমূহের উন্নয়ন, খাগড়াছড়ি জেলার সীমান্তে ফেনী নদীর ওপর সেতু নির্মাণ, ভারত কর্তৃক স্পর্শকাতর চিহ্নিত ২২৫টি পণ্যের তালিকা প্রত্যাহার, ভারতীয় কমলা জাতীয় ফলের আমদানির শুল্ক প্রত্যাহার, ভারতীয় দুগ্ধ জাতীয় পণ্যের বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশ, নতুন আন্তর্জাতিক পাট গ্রুপ প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। বৈঠকে এই ঘাটতি পূরণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোর দেয়া হবে। এছাড়া দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করা সম্ভব হবে। শুল্কমুক্ত সুবিধা আরও কার্যকর করার ক্ষেত্রে শুল্ক ও অশুল্কর বাধাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে জোর দেয়া হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সদ্য সংশোধিত বাণিজ্য চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি তৃতীয় কোন দেশের সঙ্গে বাণিজ্য করার জন্য একে অপরের নৌপথ, সড়কপথ ও রেলপথ ব্যবহার করতে পারবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ, ভুটান বা নেপালে বাণিজ্য করার জন্য ভারতের নৌপথ, সড়কপথ ও রেলপথ ব্যবহার করতে পারবে। এ সিদ্ধান্ত উভয় দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে এ বিষয়ে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে যে ফি (চার্জ) ধার্য করা হবে, তা উভয়কে দিতে হবে। এর আগে ২০১২ সালের ২৮-২৯ মার্চ দিল্লীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
×