ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতীয় সহকারী হাই কমিশনারের ছিটমহল পরিদর্শন

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ মে ২০১৫

ভারতীয় সহকারী হাই  কমিশনারের ছিটমহল পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৭ মে ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র বলেছেন, ‘ছিটমহলবাসী কেমন আছেন, কী ভাবছেন দেখতে এসেছি, শুনতে এসেছি। ছিটমহলগুলোতে স্থিতিশীলতা বজায় আছে কিনা সে বিষয়টিও দেখছি। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলেন, আপনাদের প্রধানমন্ত্রী বলেছেন ছিটমহলবাসীর আশা আকাক্সক্ষা পূরণে সমস্ত পদক্ষেপ তিনি নেবেন। সব দাবি ও সমস্যা মেটাবেন। চুক্তির মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থলসীমান্ত চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে। রবিবার দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ১১৯ নং বাঁশকাটা ছিটমহলে এলে ছিটমহলের নারী ও পুরুষ সহকারী কমিশনার কে ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানান। পরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি শাহ আব্দুল হামিদ আফতাবী বকুলের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, সমন্বয় কমিটির আইন উপদেষ্টা এ্যাডভোকেট আব্রাহাম লিঙ্কন, রংপুর চেম্বর অব কমার্স-এর সভাপতি ইব্রহিম, লালমনিরহাট সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলাম, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম, জোংড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহ্ মাহমুদুন্নবী শাহিন, ছিটমহল সংগ্রাম কমিটির উপদেষ্টা ছায়েদ আলী, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আজিজুল ইসলাম প্রমুখ। পরে পাটগ্রাম উপজেলার অভ্যন্তরে ভারতীয় ২০ ছিটমহল লতামরী, ২১ নং ছিটমহল লতামারী, ২২ নং লতামারী ছিটমহল পরিদর্শন করে।
×