ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ১৫ কোটি টাকা হাতিয়ে আরডিপির ১০ কর্মকর্তা লাপাত্তা

প্রকাশিত: ০৪:৩০, ১৮ মে ২০১৫

মাদারীপুরে ১৫ কোটি টাকা হাতিয়ে আরডিপির ১০ কর্মকর্তা লাপাত্তা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ মে ॥ আরডিপি ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট এমসিএস লি: নামের একটি সমবায় সমিতি মাদারীপুরের শিবচর থেকে অতি মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সুদকে হারাম বলে ধর্মীয় লেবাসে ব্যবসায় অংশীদারিত্ব দেয়ার নামে প্রতি লাখে মাসে দুই হাজার টাকা মুনাফা প্রদানসহ বিভিন্ন প্রকল্পে অতি মুনাফা দেখিয়ে হাতিয়ে নিয়েছে এ বিপুল অংকের টাকা। বর্তমানে মুনাফা দেয়া বন্ধ থাকায় গ্রাহকদের মাঝে নেমে এসেছে চরম হতাশা। গ্রাহকরা দিন-রাত ভিড় করছেন সংস্থার কার্যালয়ে। ইতোমধ্যে ১০ কর্মকর্তা পালিয়ে গেছে। যে কোন মুহূর্তে ম্যানেজারসহ বাকি দুই কর্মকর্তা পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছে গ্রাহকরা। এলাকাবাসী জানান, প্রায় এক দশক আগে শিবচর পৌর এলাকার সদর রোডের আমিন গোমস্তা সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি ফ্লোর ভাড়া নিয়ে আরডিপি ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট এমসিএস লিমিটেড নামের সংস্থাটি শিবচরে উপজেলাব্যাপী কার্যক্রম শুরু করে। সমবায় অধিদফতর থেকে রেজিস্ট্রেশন নেয় সংস্থাটি। মোট ৯টি প্রকল্পের ১৫টি ক্যাটাগরিতে সংস্থাটি আমানত সংগ্রহ শুরু করে। ধর্মীয় লেবাসে মাসে প্রতি লাখে ২ হাজার টাকা মুনাফা প্রদান, এককালীন জমায় পাঁচ বছরে দ্বিগুণ ও তিন বছরে ৩ গুণ মুনাফাসহ বিভিন্ন প্রকল্পে প্রতিষ্ঠানটির রয়েছে অবিশ্বাস্য অফার। দৈনিক, সাপ্তাহিক, মাসিক ছাড়াও শিক্ষা প্রকল্প, হজ প্রকল্প, বিশেষ বন্ড, ল্যান্ড বন্ড প্রকল্পেও দেয়া হয়েছে অতি লোভনীয় অফার। শিবচরের প্রায় দেড় হাজার গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ১৫ কোটিরও বেশি টাকা। এর বিপরীতে ঋণ দিয়েছে মাত্র ৪৫ লাখ টাকা। এ ব্যাপারে শিবচরের ইউএনও ইকবাল হুসাইন বলেন, সংস্থার কোন কর্মকর্তার বাড়ি শিবচরে নয়। তারা এখানে এসে মানুষকে লোভ দেখিয়ে কার্যক্রম শুরু করে। দ্রুত আরডিপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং গ্রাহকদের টাকা ফেরত দেয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত থাকবে। বিষয়টি এমপি মহোদয়ের নলেজে রয়েছে।
×