ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাবুলে বিদেশী সৈন্যদের গাড়িবহরে আত্মঘাতী হামলা ॥ নিহত ২ আহত ১৮

প্রকাশিত: ০৪:২২, ১৮ মে ২০১৫

কাবুলে বিদেশী সৈন্যদের গাড়িবহরে আত্মঘাতী হামলা ॥ নিহত ২  আহত ১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার সকালের ব্যস্ত সময়ে এক আত্মাঘাতী বোমা হামলায় অন্তত ২ জন নিহত ও অপর ১৮ জন আহত হয়েছে। আত্মঘাতী হামলাকারী একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আফগানিস্তানের ইউরোপীয় ইউনিয়ন পুলিশ মিশনের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালায়। কাবুলের একটি গেস্ট হাউসে তালেবান জঙ্গীদের হামলার তিনদিন পর সর্বশেষ এই আত্মঘাতী হামলাটি চালানো হলো। গেস্ট হাউসে ওই ভয়াবহ হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই বিদেশী নাগরিক। খবর এএফপির কাবুল পুলিশের মুখপাত্র এবাদুল্লাহ্ করিমি বলেন, ‘এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুল বিমানবন্দরের কাছে স্থানীয় সময় সকাল ৯টায় একটি বিদেশী সৈন্যদের গাড়িবহর লক্ষ্য করে তার টয়োটা সিডান গাড়ি নিয়ে হামলা চালায়।’ আহতদের মধ্যে তিন শিশু রয়েছে উল্লেখ করে তিনি জানায়, ‘এখন পর্যন্ত আমরা ২ নারী নিহত ও ১৮ জন আহতের খবর পেয়েছি। হতাহতদের সকলেই বেসামরিক লোক।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র নাজিব দানিশ বলেন, এই হামলায় তিনটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ন্যাটো আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে ২০১৬ সালের পর স্বল্প সংখ্যক সৈন্য মোতায়েন রাখার পরিকল্পনা ঘোষণা করে।
×