ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেরুতে ভারি বৃষ্টিতে মাটিতে ফাটল, আতঙ্ক

প্রকাশিত: ০৪:২২, ১৮ মে ২০১৫

পেরুতে ভারি বৃষ্টিতে মাটিতে ফাটল, আতঙ্ক

পেরুর একটি গ্রামে ব্যাপক বৃষ্টির কারণে গভীর ফাটল দেখা দেয়ায় দেশটির একটি অঞ্চলে জরুরী অবস্থা জারি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খবর এএফপির। উত্তরাঞ্চলীয় আংকাশ অঞ্চলে কয়েক সপ্তাহ আগে গভীর ফাটল দেখা দেয়। এতে কয়েকটি বাড়িঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়ে এবং সরকার জরুরী অবস্থা জারি করে। ভূমিকম্পের কারণে সাধারণত এ ধরনের ফাটল দেখা যায়। কিন্তু বাসিন্দারা বলছেন, কোন ধরনের ভূকম্পন তারা টের পাননি। বিশেষজ্ঞরা জানান, মার্চ ও এপ্রিল মাসের ভারী বৃষ্টিপাতের কারণে ভূ-অভ্যন্তরে সঙ্কোচন ও বিয়োজনের কারণে মাটি ফেটে গেছে। এর ফলে এই ফাটল সৃষ্টি হয়েছে। ৬০ দিন এই জরুরী অবস্থা বলবৎ থাকবে।]
×