ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্জিন ঋণধারী হিসাবের তালিকা পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ০৪:১৫, ১৮ মে ২০১৫

মার্জিন ঋণধারী হিসাবের  তালিকা পাঠানোর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাইট ইস্যুর ক্ষেত্রে মার্জিন ঋণ নেই এমন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্টধারীদের অনাকাক্সিক্ষত হয়রানি ঠেকাতে ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণধারী বিও এ্যাকাউন্টের তালিকা সংশ্লিষ্ট ইস্যুয়ার কোম্পানি ও এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সব সিকিউরিটিজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দেয়। এর আগে গত ১২ মে বিএসইসির ৫৪৩তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্দেশনা সংক্রান্ত এ চিঠিতে বলা হয়, মার্জিন গ্রাহক স্টক ব্রোকারের অনুমতি ছাড়া রাইট শেয়ার রিনানসিয়েট করতে পারবে না। তাই কোন মার্জিন গ্রাহক কোন কোম্পানির রাইট শেয়ার নিতে না চাইলে সেক্ষেত্রে স্টক ব্রোকারের অনুমতি নিতে হবে। এ ব্যাপারে স্টক ব্রোকার সংশ্লিষ্ট ইস্যুয়ার কোম্পানি এবং এ্যাসেট ম্যানেজারকে তাদের মার্জিন গ্রাহকের তালিকা প্রদান করবে। সিদ্ধান্তে বলা হয়, ইস্যুয়ার কোম্পানি ও মিউচুয়াল ফান্ড লভ্যাংশ অথবা ভগ্নাংশ বোনাসের বিক্রয়লব্ধ অর্থ প্রদানের ক্ষেত্রে মার্জিন শ্রেণীভুক্ত গ্রাহকদের বিও হিসাবসমূহের লভ্যাংশের অর্থ একত্রে উক্ত বিও হিসাবসমূহের তালিকাসহ একটি চেক বা ডিভিডেন্ড ওয়ারেন্টের মাধ্যমে তাদের সংশ্লিষ্ট ডিপিকে প্রেরণ করবে। উক্ত ডিপি পরবর্তীতে তালিকা অনুযায়ী তা সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের হিসাবে বণ্টন করবে।
×