ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৩, ১৭ মে ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০.অ্যাক্সনের আকৃতি কিসের মতো? ক) লাঠিম খ) বল গ) বেলন ঘ) সুতা ২১.ভোল্টমিটার বর্তনীতে কীভাবে সংযোগ করতে হয়? ক) সমান্তরালভাবে খ) আড়াআড়িভাবে গ) অনুক্রমিকভাবে ঘ) পাশাপাশিভাবে ২২.মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য- র. বৃদ্ধির জন্য রর. প্রজননের জন্য ররর. অযৌন জননের জন্য নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ২৩.কোন প্রক্রিয়ার প্রভাবে শীতকালে গাছের সবুজ পাতা ঝরে যায়? ক) ব্যাপন খ) অভিস্রবণ গ) খনিজ লবণ শোষণ ঘ) প্রস্বেদন ২৪.কোনটি তৃণভোজী প্রাণী? ক) কচ্ছপ খ) বক গ) ব্যাঙ ঘ) ছাগল ২৫.বাস্তুতন্ত্রের উৎপাদক কোনটি? ক) ছত্রাক খ) ব্যাপকটেরিয়া গ) খাদক ঘ) সবুজ উদ্ভিদ ২৬.ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি হল- র. পালংশাক, পুঁইশাক রর. লালশাক, টমেটো ররর. গাজার, মিষ্টিকুমড়া নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৭.যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কী বলা হয়? ক) খাদক খ) বিয়োজক গ) সর্বভূক ঘ) মানুষ ২৮.পরিফেরা পর্বের প্রাণীরা কী নামে পরিচিত? ক) স্পঞ্জ খ) সাইকন গ) স্কাইফা ঘ) স্পনজিলা ২৯.নিচের কোনটির দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত? ক) ফিতা কৃমি খ) যকৃত কৃমি গ) কেঁচো কৃমি ঘ) তারামাছ ৩০.একটি শুকনো কিসমিসকে পানিতে ডুবিয়ে রাখলে তা ফুলে উঠে কোন প্রক্রিয়ার মাধ্যমে? ক) ব্যাপন খ) প্রস্বেদন গ) অভিস্রবণ ঘ) মোষন ৩১.সংকট কোণ- র. একটি আপতন কোণ রর. একটি প্রতিসরণ কোণ ররর. এর মান ৯০০ এর চেয়ে ছোট নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩২.অভিস্রবণের সাথে নিচের কোনটির সাদৃশ দেখা যায়? ক) প্রস্বেদন খ) নিরুদন গ) শ্বসন ঘ) ব্যাপন ৩৩.কোন রোগ হলে শিশুর ডায়রিয়া হয়, শরীরে পানি আসে এবং পেট বড় হয়? ক) কোয়াশিয়রকার খ) মেরাসমাস গ) স্কার্ভি ঘ) বেরিবেরি ৩৪.কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না? ক) সমান্তরাল খ) পর্যায়ক্রমিক গ) শ্রেণী ঘ) সমান্তরাল বা শ্রেণী ৩৫.দেহ কিউটিকেল দ্বারা আবৃত কোন পর্বের প্রাণীর? ক) নিডারিয়া খ) পরিফেরা গ) প্লাটিহেলমিনথিস ঘ) অ্যানলিডা ৩৬.এক্টোডার্মে বৈশিষ্ট্যপূর্ণ কোষ কোনটি? ক) সিলোম খ) ট্রাকিয়া গ) নিডোব্লাস্ট ঘ) হিমোসিল ৩৭.গ্রীক শব্দ ‘অ্যাটোমোস’ অর্থ কী? ক) অ্যারিস্টটল খ) ডাল্টন গ) বার্জেলিয়াস ঘ) লা-শ্যাতেলিয়ে
×