ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএসই ও বিএসইসির আঞ্চলিক কর্মশালা

প্রকাশিত: ০৬:২৯, ১৭ মে ২০১৫

ডিএসই ও বিএসইসির আঞ্চলিক কর্মশালা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. স্বপন কুমার বালা এফজিএসএ বলেছেন, সফল ব্যবসা পরিচালনার জন্য সঠিক নিয়মে বিনিয়োগ করতে হবে। সকল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দেশের স্বার্থ থাকতে হবে। দেশের উন্নয়নের লক্ষ্যে আমাদের ব্যবসা এগিয়ে নিতে হবে। তিনি বলেন, শেয়ার মার্কেটে লেনদেনের মাধ্যমে একটি ব্যতিক্রমী ব্যবসা গড়ে তোলা সম্ভব। ব্যাপক সচেতনতার পাশাপাশি এ ব্যবসা পরিচালনা করা প্রয়োজন। শনিবার নগরীর দরগা গেটের একটি হোটেলে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের যৌথ আঞ্চলিক বিনিয়োগকারী সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কর্মশালায় বক্তব্য রাখেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান। মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন সিলেটের জিন্দাবাজারে উদ্বোধন হলো মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম ইলেকট্রো পয়েন্ট। এই শোরুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম এ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। শোরুম উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড এ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার সিপার আহম্মেদ, পরিচালক, সিলেট চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রিজ তৌফিক মজিদ লায়েক, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সিলেটের ডাক, হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, পিআর এ্যান্ড মিডিয়া, মোশারফ হোসেন রাজীব, সিনিয়র ডেপুটি ডিরেক্টর, মার্সেল মার্কেটিং, আশিক আল মামুন, সিনিয়র এসিস্টেন্ট ডিরেক্টর, পলিসি, এইচআরএম এ্যান্ড এডমিন এবং ডিস্ট্রিবিউটর নূর মোহাম্মদ আদনান। -বিজ্ঞপ্তি
×