ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কেট মেকিং রুল পুনর্বিবেচনার দাবি

প্রকাশিত: ০৬:২৬, ১৭ মে ২০১৫

মার্কেট মেকিং রুল পুনর্বিবেচনার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের উন্নয়নে মার্কেট মেকিং রুল পুনর্বিবেচনার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ। এছাড়া স্ক্রিপ্ট নেটিং চালু ও স্বল্প মূলধনী কোম্পানির জন্য আলাদা বাজার চালু করতেও অনুরোধ জানানো হয়। পাশাপাশি এ বিষয়গুলোর গুরুত্বও তুলে ধরে সিএসই। পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সঙ্গে আলাপকালে সিএসইর পরিচালনা পর্ষদ এ অনুরোধ জানায়। বিকেলে সিএসইর সিনিয়র অফিসার (পিআরডি) সানজিদা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
×