ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্যত্র হত ২

বজ্রপাতে রাজবাড়ীতে দেবর-ভাবি, বাঁশখালীতে ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ মে ২০১৫

বজ্রপাতে রাজবাড়ীতে দেবর-ভাবি, বাঁশখালীতে ভাইবোনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। এর মধ্যে রাজবাড়ীতে দেবর-ভাবি, বাঁশখালীতে স্কুলপড়ুয়া দুই ভাইবোন, রাঙ্গামাটিতে এক মহিলা এবং ফরিদপুরে এক দিনমজুর নিহত হয়েছে। এছাড়া রাঙ্গামাটিতে দুই বোন আহত হয়েছে। রাঙ্গামাটিতে নিহত মহিলা এই দুই বোনের মা। শুক্রবার রাত ও শনিবার এসব হতাহতের ঘটনা ঘটে। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামে শুক্রবার রাতে বজ্রপাতে দেবর-ভাবির মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন আবুল বাশার শেখের ছেলে রুবেল শেখ (১৫) এবং পুত্রবধূ পারভীন বেগম (১৮)। রুবেল স্থানীয় কোলা সদরউদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। খবর নিজস্ব সংবাদদাতাদের। শুক্রবার রাত আটটার দিকে হাল্কা বৃষ্টির সময় দেবর-ভাবি বসতঘরের বারান্দায় বসে ছিল। এ সময় অকস্মিক বজ্রপাত হলে উভয়ই গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাদের দাফন করা হয়। বাঁশখালী ॥ বজ্রপাতে চট্টগ্রামের বাঁশখালীর নাপোড়া গ্রামের পূর্ব চালিয়াপাড়ায় একই পরিবারের দুই স্কুলপড়ুয়া শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। শনিবার সকাল ১০টার দিকে মুবারক হোসেন (৮) ও তাঁর ছোট বোন জান্নাতুল বকেয়া (৬) বাড়ির পাশে খেলছিল। হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। রাঙ্গামাটি ॥ বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের সরকারপাড়ায় শনিবার বজ্রপাতে মা নাজমা আক্তার (৩৬) নিহত এবং দুই মেয়ে ময়না আক্তার (১৬) ও কুসুম আক্তার (১৪) গুরুতর আহত হয়েছে। ফরিদপুর ॥ সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামে শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে রবিউল সরদার (৫২) নামে এক দিনমজুর নিহত হয়েছে। রবিউল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুর গ্রামের মেছের সরদারের ছেলে। সে বদু সরদারের বাড়ি ধান কাটার কাজ করতে এসেছিল।
×