ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে সাংবাদিকের ওপর হামলা ॥ গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

প্রকাশিত: ০৪:১০, ১৭ মে ২০১৫

নাটোরে সাংবাদিকের ওপর হামলা ॥ গ্রেফতার দাবিতে আল্টিমেটাম

সংবাদদাতা, নাটোর, ১৬ মে ॥ সংবাদ প্রকাশের জের ধরে নাটোরে সাংবাদিক বুলবুল আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদসভা করেছে সাংবাদিকরা। শনিবার সকাল ১১টায় নাটোর প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকরা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক বুলবুল আহমেদের ওপর হামলাকারীরা গ্রেফতার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাবেক সভাপতি রনেন রায়, সাধারণ সম্পাদক দুলাল সরকার, টিভি রিপোর্টাস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হালিম খানসহ অন্যান্যরা বক্তব্য দেন। এরআগে শুক্রবার রাত ৮টার দিকে নাটোর সদর থানায় বুলবুল আহমেদ বাদী হয়ে হামলাকারী ওমর ফারুকসহ নাম উল্লেখ করে ৬ জন এবং অজ্ঞাত ১২ জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। উল্লেখ্য, সদর উপজেলার চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি এর চাইতে অতিরিক্ত ফি আদায় করে ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা। ৭১ টেলিভিশনে এর ওপর সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়। সংবাদ প্রচারের পর উচ্চ আদালতের নির্দেশে পরীক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বর্ধিত টাকা ফেরতও দেয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে বলুবুল আহমেদের কাছে চাঁদা দাবি করে আসছেন ওমর ফারুক। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয় তাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বুলবুল আহমেদের মোবাইলে কল করে স্থানীয় বাঙ্গাবাড়িয়া বাজারে আসতে বলেন ওমর ফারুক। বুলবুল বাজারে আসামাত্রই ওমর ফারুকের সঙ্গী আব্দুল মান্নান, জামাল উদ্দিনসহ অন্যান্য সন্ত্রাসীরা বুলবুলের ওপর হামলে পড়ে।
×