ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলিয়ঁসে আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪:০৭, ১৭ মে ২০১৫

আলিয়ঁসে আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ফরাসী সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজে শনিবার থেকে শুরু হলো ‘জলবায়ু পরিবর্তন ও উন্নয়নের সেতুবন্ধন’ শীর্ষক আয়োজন। দুপুরে ফরাসী রাষ্ট্রদূত সাফি ওবের সূচনা আসরে সভাপতিত্ব করেন। ২৩ মে পর্যন্ত চলমান আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে দুটি আলোকচিত্র প্রদর্শনী। প্রখ্যাত ফরাসী আলোকচিত্রশিল্পী ইয়ান আরথাস-বারট্রান্ড জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। তাঁর সিরিজের নাম ‘ওপর থেকে পৃথিবী’। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেখেছেন সারা পৃথিবী ঘুরে। খুঁজেছেন সমাধান। তাঁর ছবি দেখে উপকার পেতে পারে সব মানুষ, সব নাগরিক বা কর্মকর্তা। গরিব বাড়ি সৌর চুলায় সাজাও বা একটি বড় বাঁধের চেয়ে কয়েকটি ছোট বাঁধ ভালÑ এমন বিষয়কে উপজীব্য করে তিনি জলবায়ু পরিবর্তনের সমাধান দেয়ার চেষ্টা করেছেন। অপরদিকে জলবায়ু পরিবর্তনে স্থানিক প্রতিক্রিয়া উপস্থাপনে বেলজিয়ামের নবীন আলোকচিত্রী জুল তুলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছবি তুলেছেন সাদা-কালোয়। তুলে চেয়েছেন তাঁদের ছবি তুলতে, যারা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অথচ যাদের কোনো দায়ই নেই। তাঁর তোলা ২০টি ছবি থাকছে প্রদর্শনীতে। আলোকচিত্রের পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে ‘মানবকুল বনাম জলবায়ু পরিবর্তন’ শিরোনামে কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে আঁলিয়স ফ্রঁসেজ মিলনায়তনে। এরমধ্যে থাকবে কামার আহমদ সাইমন ও সারা আফরিন নির্মিত তথ্যচিত্র শুনতে কি পাও। ছবিটি প্রদর্শনের পর পর একটি উন্মুক্ত প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হবে।
×