ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এই সপ্তাহের সংস্কৃতি

প্রকাশিত: ০৫:৫১, ১৬ মে ২০১৫

এই সপ্তাহের সংস্কৃতি

শনিবার জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় বটতলার নাটক ‘খনা’। জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর নাটক ‘পাখি’ সন্ধ্যা ৭টায়। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাট্যতীর্থের নাটক ‘দ্বীপ’ সন্ধ্যা ৭টায়। এবিসি রেডিওতে চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝরের ১০১ টা গান প্রকাশনা বিকেল ৫টায়। চলচ্চিত্রের শব্দগ্রাহক মোস্তফা কামালের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফকিরাপুলের বাসভবনে। আঁলিয়স ফ্রঁসেজ ‘জলবায়ু পরিবর্তন ও উন্নয়নের সেতুবন্ধন’ শীর্ষক এ আয়োজন বেলা ১টায় রবিবার জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে রঙ্গনা নাট্য গোষ্ঠীর হায় ‘দেবদাস’ সন্ধ্যা ৭টায়। জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ঢাকা থিয়েটারের ‘গল্প নিয়ে গল্প’ ও ‘অমৃত উপাখ্যান’ নাটকের মঞ্চায়ন সন্ধ্যা ৭টায়। স্টুডিউ থিয়েটার হলে থিয়েটার পুণ্যভূমির নাটক ‘মহুয়া’ সন্ধ্যা ৭টায়। ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে নৃত্য ‘উপলব্ধি’ সন্ধ্যা ৭টায়। এ্যাথেনা গ্যালারীতেরনেপাল দুর্গতদের সাহার্যার্থে বিশেষ প্রদর্শী সন্ধ্যা ৬টায় সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় প্রধান মিলনায়তনে নাট্যধারার নাটক ‘এবং অশ্বমেধযজ্ঞ’। এক্সপেরিমেন্টাল হলে সুষম নাট্য সম্প্রদায় ‘মৃগতৃষ্ণা’ সন্ধ্যা ৭টায়। স্টুডিও থিয়েটার হলে মাইম আর্টের ‘যেমন কর্ম তেমন ফল’ সন্ধ্যা ৭টায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বুনন থিয়েটারের নাটক ‘নকশী কাঁথার মাঠ’ সন্ধ্যা ৭টায়। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটুকে থিয়েটার গ্রুপের নাটক ‘ঠাকুর ঘরে কে রে’। স্টুডিও থিয়েটার হলে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘প্রমিথিউস’ সন্ধ্যা ৭টায়। বুধবার নাগরিক নাট্যাঙ্গনের ২০ বছর পূর্তি উপলক্ষে উৎসবের উদ্বোধন বিকেল ৫টায়। জাতীয় নাট্যশালায় কলকাতার আভাস নাট্যদলের নাটক ‘আনন্দী’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় দ্যাশ বাঙলা থিয়েটারের নাটক ‘সারস ডানায় পরাণ পাখি’ স্টুডিও থিয়েটার হলে নাট্য প্রয়াসের নাটক ‘সুবচন নির্বাসনে’ সন্ধ্যা ৭টায়। বৃহস্পতিবার জাতীয় নাট্যশালায় কলকাতা আভাষ নাট্যদলের নাটক ‘চতুস্মান’ সন্ধ্যা ৭ টায়। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭ টায় গতি থিয়েটারের নাটক ‘শিকারী’ সন্ধ্যা ৭ টায়। স্টুডিও থিয়েটার হলে মনিপুরী থিয়েটারের ‘লেইমা’ নাট্য উৎসবের উদ্বোধন বিকেল ৫টায়।
×