ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৪২, ১৬ মে ২০১৫

গাজীপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৫ মে ॥ কাপাসিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল মোতালেব (৩২)। সে কাপাসিয়া উপজেলার চামুরকি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। জানা যায়, কাপাসিয়া উপজেলার বরুণ গ্রামের হাজী মালেকের বাড়িতে ৬-৭ ডাকাত শুক্রবার ভোর ৩ টার দিকে হানা দেয়। বাড়ির লোকজন জেগে উঠলে ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পথে তারা বরুণ গ্রামের মাছের খামারের এক পাহারাদারকে দেখিয়ে তাড়া করে। এ সময় ওই পাহারাদারের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে। পরে তারা ধাওয়া করে ডাকাত সন্দেহে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাপাসিয়া থানার ওসি মোঃ আহসান উল্যাহ জানান, তার কাছ থেকে শাবল, তালা কাটার যন্ত্র ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়। তার নামে কাপাসিয়া থানায় দুটি ও জয়দেবপুর থানায় একটি চুরির মামলা রয়েছে। এদিকে, একই রাতে একই উপজেলার সিংহশ্রী বড়িবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মফিজ উদ্দিনের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদলের সদস্যরা দরজা ভেঙ্গে ওই বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় তারা গৃহকর্তাকে মারধর করে এবং নগদ ৩৫ হাজার টাকা, মোটরসাইকেল স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মাল নিয়ে পালিয়ে যায়।
×