ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জের পদ্মায় নিখোঁজ দুই কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৫, ১৫ মে ২০১৫

মুন্সীগঞ্জের পদ্মায় নিখোঁজ দুই কিশোরের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ দুই কিশোরের লাশ প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে। উপজেলার বড়মোকাম বাজারের কাছে দুপুরে তারা পদ্মায় তলিয়ে যায়। ডুবুরী আবুল খায়ের দীর্ঘ চেষ্টায় প্রথমে রাত সাড়ে ৯টার দিকে সুমনের (১৭) লাশ তুলে আনে। এর প্রায় ২০ মিনিট পর পদ্মার তলদেশ থেকে দীপুর (১৪) লাশ উদ্ধার করা হয়। গোসল করতে গিয়ে ডুবে যাওয়া স্থানেই পাওয়া যায় সুমনের লাশ। অক্সিজেন নিয়ে প্রায় ২১ ফুট গভীর থেকে লাশ দুটি তুলে আনে। ডুবার পর অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। লৌহজং থানার ওসি (তদন্ত) মুফিজুর রহমান জানান, লৌহজং উপজেলার হারিদিয়া গ্রামের আমজাদ শাহ (রা.) ওরসে ঢাকা থেকে ভক্তরা আসে। এদের মধ্যে সুমনের বাড়ি দয়াগঞ্জে। তিনি ঢাকা জজকোর্টে আইনজীবী সহকারীর কাজ করেন। দীপুর বাসা মীর হাজারির বাগে। সে করাতিটোলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এ বিষয়ে আমজাদ শাহ (রা.) দরবার শরীফের খাদেম মোঃ শাহিন আহাম্মেদ চাতক জানান, রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী এসে অভিযান চালায়।
×