ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ চাঁদা না দেয়ায় বিলেবোর্ড অপসারণ

প্রকাশিত: ০৬:৫৬, ১৫ মে ২০১৫

মুন্সীগঞ্জ চাঁদা না দেয়ায় বিলেবোর্ড অপসারণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ চাঁদা না দেয়ায় বিলবোর্ড তুলে নিয়েছে কাজী দিপুর নেতৃত্বে একদল চাঁদাবাজ। শহরের প্রাণকেন্দ্র সুপার মার্কেটের উত্তর পাশের দেয়ালে সাঁটানো বিলবোর্ডটি অস্ত্রের মুখে তুলে নেয় এবং হুমকি প্রদান করে। বিধি মোতাবেক পৌর মালিকানাধীন এই ভবনে বিলবোর্ডটি লাগানোর জন্য মুন্সীগঞ্জ পৌর সভার অনুমোদনপত্র এবং ভাড়ার পরিশোধ রয়েছে। তা সত্ত্বেও এই বিলবোর্ড তুলে নিয়ে সেখানে বিজ্ঞাপনের জন্য ভাড়া দেয়া হবে এবং কাজী দিপুর মোবাইল নাম্বারসহ লিখে রাখা হয়েছে। এই নিয়ে শহরে চরম অসন্তোষ বিরাজ করছে। এই ঘটনায় বিলবোর্ড প্রতিষ্ঠানের জিএম মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেছেন। সাঈদ খোকনের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সঙ্গে ঢাকার জাপানের চার্জ দ্য এ্যাফেয়ার্স মি. তাকেশি মাতসুনাগা বৃহস্পতিবার নগরভবনে মেয়রের কার্যালয়ে এক বৈঠকে মিলিত হন। হৃদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। বিশেষত, ঢাকার যানজট নিরসনকল্পে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং মহানগরীর বর্জ্যব্যবস্থা আধুনিকায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে গুরুত্বপূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মেয়র সাঈদ খোকন জাপানকে বাংলাদেশের পুরনো ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে ঢাকা মহানগরীর অবকাঠামো এবং উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। -বিজ্ঞপ্তি
×