ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সীমানা নির্ধারিত না হওয়ায় নাগরিক সুবিধাবঞ্চিত নেত্রকোনা পৌরবাসী

প্রকাশিত: ০৬:৫৫, ১৫ মে ২০১৫

সীমানা নির্ধারিত না হওয়ায় নাগরিক সুবিধাবঞ্চিত নেত্রকোনা পৌরবাসী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৪ মে ॥ ভোটার তালিকার অনুপাতে ওয়ার্ড সীমানা নির্ধারিত না হওয়ায় নেত্রকোনা পৌরসভার নাগরিকরা বছরের পর বছর ধরে চাহিদাভিত্তিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ জনগুরুত্বপূর্ণ এ বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কেউই নজর দিচ্ছেন না। জানা গেছে, ২১ দশমিক ০২ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট নেত্রকোনা পৌর এলাকাটি বর্তমানে ৯ ওয়ার্ডে বিভক্ত। এর মোট ভোটার সংখ্যা ৫৮ হাজার ৮শ’ ১৫ জন। গড় হিসাবে প্রতিটি ওয়ার্ডে ৬ হাজার ৫শ’ ৩৫ জন করে ভোটার থাকার কথা। কিন্তু বাস্তবে একেকটি ওয়ার্ডের ভোটার সংখ্যা একেক রকম। দেখা গেছে, পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৬নং ওয়ার্ডে (শহরের কেন্দ্রস্থল) ভোটার আছেন মাত্র ৩ হাজার ৮শ’ ৭১ জন। অন্যদিকে ৯নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯ হাজার ৫শ’ ৭৭ জন। অর্থাৎ ৯নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ৬নং ওয়ার্ডের তুলনায় প্রায় তিন গুণ। একইভাবে অন্য ওয়ার্ডগুলোর ক্ষেত্রেও একটির আয়তন এবং ভোটার সংখ্যার সঙ্গে আরেকটির ন্যূনতম মিল নেই। কমিটি ওয়াচ গ্রুপের সভা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ মে ॥ যৌন হয়রানি নির্মূলকরণে সোচ্চার আমরাÑ এই সেøাগানকে সামনে রেখে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচীর আয়োজনে কমিটি ওয়াচ গ্রুপের সভা বৃহস্পতিবার দুপুরে ঈশান বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ কুমারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ আবু সুফিয়ান চৌধুরী কুশল, শহর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক সায়েদুন নাহার পান্না প্রমুখ। ছয় গ্রামে বিদ্যুতের আলো নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৪ মে ॥ দেশ স্বাধীনের ৪৪ বছর অপেক্ষার পরে অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ছয় গ্রামের আড়াইশ’ পরিবার। গ্রাম ছয়টি হচ্ছে বালিয়াতলী, হাড়িপাড়া, বলিপাড়া, মিঠাগঞ্জ, ইটবাড়িয়া ও বাদুরতলী। বুধবার রাতে বিদ্যুত সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি। বালিয়াতলী স্টেশনে এ উপলক্ষে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেনÑ ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ শহীদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।
×