ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউজিসি’র নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা

প্রকাশিত: ০৬:৫৫, ১৫ মে ২০১৫

ইউজিসি’র নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা

গত ৭ মে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান। ইউজিসি’র ১২তম চেয়ারম্যানকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রদান করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ। -বিজ্ঞপ্তি ইউআইটিএস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানকে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময়ে ইউজিসির চেয়ারম্যান ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। -বিজ্ঞপ্তি ইবাইস নবনিযুক্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ইবাইস ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত উপচার্য ড. জাকারিয়া লিংকন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এস এম মাহবুবুর রহমান ও রেজিস্ট্রার আলমগীর হোসেন। -বিজ্ঞপ্তি পিডিবি কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অবসরপ্রাপ্ত ২১ উর্ধতন কর্মকর্তাকে ১২ মে বিদায় সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থার আব্দুল গণি রোডের বিদ্যুত ভবনের বিজয় হলে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে সদ্য সাবেক চেয়ারম্যান, সদস্য, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পরিচালক পদমর্যাদার এসব কর্মকর্তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিত কর্মকর্তাবৃন্দের চাকরি জীবনের বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার বর্ণনা ও ব্যক্তিগত স্মৃতিচারণার মিশেলে সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ শাহীনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। -বিজ্ঞপ্তি সিলেটে ঝড়ে বিদ্যুত লাইন ল-ভ- স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বৃহস্পতিবার ভোরে সিলেটের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যুত লাইন ও টাওয়ারের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিদ্যুতহীন হয়ে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৬০/৭০ হাজার গ্রাহক। সংশ্লিষ্টরা জানান, সিলেটের দলদলি চা বাগানের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার এলাকায় ৩৩ হাজার কেভি বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়।
×