ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমরাই যোগ, জুভেন্টাস কোচ

রিয়ালে নড়বড়ে কোচ আনচেলত্তির চেয়ার!

প্রকাশিত: ০৬:৩৬, ১৫ মে ২০১৫

রিয়ালে নড়বড়ে কোচ আনচেলত্তির চেয়ার!

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদে কোচ পদটা নড়বড়ে হয়ে গেল কার্লো আনচেলত্তির। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকে গ্যালাক্টিকোরা বিদায় নেয়ার পর এ শঙ্কা দেখা দিয়েছে। ইতালিয়ান এই কোচের রিয়ালে থেকে যাওয়ার ইচ্ছা। তবে বিষয়টি ক্লাবের হাতে ছেড়ে দিয়েছেন ৫৫ বছর বয়সী এই কোচ। বুধবার জুভেন্টাসের বিরুদ্ধে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, আমার কিছু বলার নেই। ক্লাব সন্তুষ্ট থাকলে আমি থাকতে পারি। তারা খুশি না থাকলে সিদ্ধান্ত নেবে। আমি এখানে থাকতেই চাই। সন্তুষ্ট না হলে কোন ক্লাবের অধিকার আছে কোচ পরিবর্তন করার। ৫৫ বছর বয়সী আনচেলত্তি বলেন, জানি না, আগামী মৌসুমে এখানে থাকব কি না। তবে চলতি মৌসুমে শতভাগ ব্যর্থ হওয়ার কারণে রিয়ালে যতই কোচিং করানোর ইচ্ছা থাকুক না কেন, সম্ভবত তাকে ছেঁটেই ফেলা হচ্ছে। হারের পর আনচেলত্তির ওপর বেজায় চটেছেন অনেকে। তার পাশে নেই রিয়ালের ডিরেক্টর এমিলোও। এটা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। হারের পর আনচেলত্তি প্রসঙ্গে সরাসরি কিছু বলতে চাননি এমিলো। তিনি বলেন, আমরা একসঙ্গে মিলিত হব। আমরা সব ট্রফি জিতেছি। আবার সবই হেরেছি। হারের পরে হৃদয় এখন দুঃখে ভরে গেছে। তিনি আরও বলেন, এদিন আমরা হেরেছি, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। বাকি সব কিছু গৌণ আমাদের কাছে। জুভেন্টাসের কাছে দ্বিতীয় লেগে হেরে যাওয়াকে দুর্ভাগ্য হিসেবে অভিহিত করে আনচেলত্তি বলেন, ম্যাচ আমরা প্রথম লেগেই হেরে গেছি। দ্বিতীয় লেগে আমরা নিজেদের সেরা খেলাটা খেলেছি। আমরা দুর্ভাগ্য। আমাদের অনেক সুযোগ ছিল, কিন্তু ভাগ্য সহায় ছিল না। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে স্প্যানিশ লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আনচেলত্তি।
×