ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিউজেস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ...

প্রকাশিত: ০৬:৩১, ১৫ মে ২০১৫

হিউজেস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ...

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটকে হতবিহ্বল আর কান্নায় ভাসিয়ে দুনিয়ার মায়া ছেড়ে গেছেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ফিলিপ হিউজেস। ২৫ বছর বয়সেই গত বছর ২৭ নবেম্বর ম্যাচ চলার সময় মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। এরপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হিউজেস। ভবিষ্যতে এ ধরনের অকাল মৃত্যু ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার মৃত্যুর ঘটনাবলী সূক্ষ্ম পর্যালোচনা করার জন্য স্বাধীন এক কমিশন গঠন করেছে সিএ। কমিশন ঘটনাটি পর্যালোচনার পর যে প্রতিবেদন পেশ করবে সেটা খতিয়ে দেখে ভবিষ্যতে এ ধরনের মৃত্যু ঠেকানোর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বছর ২৭ নবেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেছিলেন হিউজেস। এর দু’দিন আগে সিডনিতে অনুষ্ঠিত প্রথমশ্রেণীর ক্রিকেট ম্যাচে খেলছিলেন তিনি। পেসার কাইল এ্যাবোটের একটি বাউন্সার মাথায় লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন হিউজেস। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট ও ২৫ ওয়ানডে খেলা এ তরুণ সম্ভাবনাময় ওপেনারের মৃত্যু পুরো ক্রিকেট বিশ্বকে শোকস্তব্ধ করে দিয়েছিল। সে সময় প্রাথমিকভাবে হিউজেসের সেদিন ব্যবহৃত হেলমেটের ত্রুটি চিহ্নিত করা হয়েছিল। কিন্তু বিষয়টি এ পর্যন্ত রেখেই চুপ করে বসে থাকতে চাইছে না সিএ। তাই ভিক্টোরিয়ান বার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে অস্ট্রেলিয়ান বার এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডেভিড কার্টেনের অধীনে একটি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের মূল কাজ হবে হিউজেসের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ। এরপর কার্যকর পদক্ষেপ নেবে সিএ। সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন প্রতিবেদন মূলত এটা বের করার চেষ্টা করবে হিউজেসের মৃত্যুবরণ করার ঘটনা ঠেকাতে ভবিষ্যতে করণীয় কি থাকতে পারে। এ বিষয়ে এক বিবৃতিতে সাদারল্যান্ড বলেন, ‘বিয়োগান্তক এ ঘটনাটি যখন ঘটেছিল তখন আমি বলেছিলাম এটা একটা অস্বাভাবিক ঘটনা। কিন্তু এ অস্বাভাবিকতা আরও হতে পারে। আমরা আর কখনই এ ধরনের ঘটনা ক্রিকেট মাঠে দেখতে চাই না। আমাদের এটা নিয়ে অবশ্যই গভীর দায়িত্ববোধ দেখানো জরুরী। এ কারণে আমাদের দেখতে হবে ভয়ঙ্কর সেই দিনটিতে যা কিছু হয়েছে তার পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন। এরপর আমাদের দেখতে হবে এ ধরনের ঘটনা রুখতে হলে একই ধরনের ঘটনা ঠেকাতে আমাদের কি করতে হবে।’
×