ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নয়ন সূচকে পার্বত্য ৩ জেলার অবস্থান সবার নিচে

প্রকাশিত: ০৬:২৬, ১৫ মে ২০১৫

উন্নয়ন সূচকে পার্বত্য ৩ জেলার অবস্থান সবার নিচে

স্টাফ রিপোর্টার ॥ সরকার ও দাতা সংস্থাগুলোর ইতিবাচক অনেক উদ্যোগ সত্ত্বেও পাহাড়ী জনগোষ্ঠীর কাক্সিক্ষত জীবনমান অর্জিত হয়নি। জেলা পর্যায়ে দারিদ্র্য ও চরম দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বান্দরবানে। পার্বত্য চট্টগ্রামের অপর দুই জেলা জাতীয় পরিসংখ্যানের তুলনায় ভাল অবস্থানে আছে। তবে সামগ্রিক উন্নয়ন ও বঞ্চনার সূচকে ৬৪ জেলার মধ্যে এই তিন জেলার অবস্থান একেবারে শেষের দিকে। তাই পিছিয়ে থাকা এসব জেলায় সরকারি খরচে বেশি প্রাধান্য দেয়া উচিত। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলামোটরে উন্নয়ন সমন্বয় মিলনায়তনে ‘জাতীয় বাজেট ২০১৪-১৫ পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষিত’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব তথ্য ও পরামর্শ দেন। জাতিসংঘ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা তহবিলের সহযোগিতায় এনজিও সংগঠন উন্নয়ন সমন্বয় অর্ধদিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। জাপানের সর্ববৃহত আইটি মেলায় বাংলাদেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ জাপানের সর্ববৃহত তথ্যপ্রযুক্তি মেলা ‘জাপান আইটি উইক’-এ প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে বাংলাদেশ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল মেলায় অংশ নেন। গত বুধবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে শুক্রবার পর্যন্ত। জাপানের রাজধানী টোকিওর বিগসাইটে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী দিনে প্রতিমন্ত্রী বাংলাদেশের স্টল উদ্বোধন করেন। এরপর তিনি মেলার একটি সেমিনারেও অংশ নেন।
×