ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বছরে সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৬:২৪, ১৫ মে ২০১৫

পুঁজিবাজারে বছরে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও শেষটা হয়েছে পতন দিয়ে। বিনিয়োগকারীদের মুনাফা তোলার কারণে পতন হলেও লেনদেন বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি টাকা; যা বছরের সর্বোচ্চ লেনদেন। উল্লেখ্য, এর আগে গত ১৩ মে ডিএসইতে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর। বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। সারাদিন সূচকের ওঠানামা চলার পরে ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৩১৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬২৩ পয়েন্টে। ডিএসইর সর্বোচ্চ লেনদেনের দিনে খাতভিত্তিক লেনদেনের স্থান দখল করেছে জ্বালানি এবং শক্তি খাতটি। সারাদিনে খাতটির মোট ১৫১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২৩ দশমিক ৫৫ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ এবং রসায়ন খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১২৭ কোটি টাকা, যা মোট লেনদেনের ২০ ভাগ। তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ ১১৩ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৭ দশমিক ২৭ ভাগ। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছেÑ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এসিআই ফরমুলেশনস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খুলনা পাওয়ার কোম্পানি, এসিআই লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, মবিল যমুনা বাংলাদেশ, ইফাদ অটোস, বারাকাত পাওয়ার এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ নিটল ইন্স্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, এসিআই ফরমুলেশন, আর্গন ডেনিমস, জিবিবি পাওয়ার, মেঘনা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ন্যাশনাল পলিমার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ রেনেটা, এসিআই, বে-লিজিং, ঢাকা ইন্স্যুরেন্স, ফাস ফাইনান্স, ১ম প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইনান্স লিমিটেড, ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং লিমিটেড, বিডি ওয়েল্ডিং ও এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড। এদিকে প্রধান বাজারের মতো অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। সকালে ইতিবাচকভাবে শুরুর পরেও সিএসইতে দিনশেষে বেশিরভাগ কোম্পানির দর কমেছে। দিনশেষে সিএসইতে মোট ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইনান্স লিমিটেড, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড এয়ার, মবিল যমুনা বাংলাদেশ, এসিআই ফরমুলেশন ও এ্যাপোলো ইস্পাত।
×