ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে মোদিকে উষ্ণ অভ্যর্থনা

প্রকাশিত: ০৬:২৩, ১৫ মে ২০১৫

চীনে মোদিকে উষ্ণ অভ্যর্থনা

অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে তিনদিনের সফরে চীন গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে তিনি চীনের প্রাচীন শহর জিয়ানে পৌঁছান বলে জানিয়েছে এনডিটিভি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিজ শহর জিয়ান থেকেই চীন সফর শুরু করেন মোদি। জিয়ানে মোদির উপস্থিতি একটি উল্লেখযোগ্য ঘটনা। কারণ এখানে মোদিকে স্বাগত জানিয়ে চীনা সরকার নিজেদের প্রটোকল ভেঙ্গেছেন। ২০১৪ সালে শি’র ভারত সফরের সময়ও মোদির নিজ রাজ্য গুজরাট দিয়ে সফর শুরু করেছিলেন চীনা প্রেসিডেন্ট। এবার মোদির সফরেও একই ধরনের আয়োজন করে চীন নিজেদের আন্তরিকতা এবং ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকে কতোটা গুরুত্ব দিচ্ছে তা তুলে ধরা হল বলে মনে করছে ভারতীয় গণমাধ্যমগুলো। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র দৈনিক চায়নার এক প্রতিবেদনে বলা হয়েছে, শানজি প্রদেশের রাজধানী জিয়ানে থাকাকালে পুরোটা সময় মোদিকে সঙ্গ দেবেন প্রেসিডেন্ট শি। বেজিংয়ের বাইরে কোন বিদেশি অতিথিকে চীনা নেতার সঙ্গ দেওয়াটা এক বিরল ঘটনা। শুক্রবার বেজিংয়ে চীনা নেতাদের সঙ্গে মোদির আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। বেজিং থেকে চীনের প্রধান বাণিজ্যিক নগরী সাংহাই যাবেন মোদি। মোদির এ সফরে দু’দেশের মধ্যে প্রায় এক হাজার কোটি ডলারের ২০টি বাণিজ্য চুক্তি সই হবে বলে আশা করছে দু’পক্ষ।
×