ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী কাল চাঁপাই যাচ্ছেন

প্রকাশিত: ০৬:০৩, ১৫ মে ২০১৫

প্রধানমন্ত্রী কাল চাঁপাই যাচ্ছেন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে আসছেন ১৬ মে শনিবার। বর্তমান আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে চাঁপাইনবাবগঞ্জে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা জানাতে পুরো শহর বর্ণাঢ্য সাজে সেজেছে। শুভেচ্ছা ফেস্টুনে ছেয়ে গেছে সড়কগুলো। চাঁপাইনবাবগঞ্জ প্রবেশ মুখ দ্বারিয়াপুর থেকে সোনামসজিদ বন্দর ও শহর থেকে সাহেবের ঘাট পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পথের একাধিক স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান অসংখ্য তোরণ নির্মাণ করেছে। সড়কদ্বীপ ও বাঁকে বাঁকে এবং উঁচু স্থানে রং বেরঙের ফেস্টুন টাঙানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মাঠের নতুন করে মঞ্চ বানানোর কাজ শেষে প্রায়। পুরান স্টেডিয়াম মাঠে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে পুরো শহরসহ সাহেবের ঘাট পর্যন্ত সড়ক পথ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বেলা ১২টার মধ্যে হেলিকাপ্টারে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছেই পৌর এলাকার সাহেবের ঘাট মহানন্দা নদীর ওপর ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৪৭ মিটার দীর্ঘ দ্বিতীয় মহানন্দা সেতুর উদ্বোধন করবেন। এই স্বপ্নের সেতু উদ্বোধনের মধ্য দিয়ে একেবারে বিচ্ছিন্ন চরাঞ্চলের সাতটি ইউনিয়নের সংযোগ সাধন হবে জেলা শহরের সঙ্গে। এরপর তিনি সার্কিট হাউসে ফিরে বেলা তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতার জন্য মঞ্চে উঠেই ডিজিটাল পদ্ধতিতে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র, কল্যাণপুর কৃষি পরমাণু গবেষণা, বিনার উপকেন্দ্র, শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ কলেজের (দ্বিতীয়) একাডেমিক ভবন, সমাজ কল্যাণ দফতর নির্মিত চক্ষু হাসপাতালের উদ্বোধন করবেন। সঙ্গে গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। একই সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন চাঁপাইয়ের আমনুরায় নির্মাণাধীন ১১শ’ ১৩ কোটি টাকা ব্যয়ে ১০০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালকে আড়াই শ‘ বেডে উন্নীতকরণ, কানসাট-ভোলাহাট-রহনপুর সড়ক উন্নয়ন ও পদ্মা নদীর ভাঙ্গন থেকে আলাতুলী রক্ষা প্রকল্প। এরপর জনসভায় আওয়ামী লীগ সভাপতি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জননেত্রী শেখ হাসিনা।
×