ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে ‘লেইমা’ নাট্যোৎসব

প্রকাশিত: ০৬:৩৯, ১৪ মে ২০১৫

রাজধানীতে ‘লেইমা’ নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ তিন বছর পর নতুন নাটক মঞ্চে এনেছে মণিপুরি থিয়েটার। ফেদেরিকো গারসিয়া লোরকার ইয়ের্মা অবলম্বনে রচিত নাটকটির নাম ‘লেইমা’। বিষ্ণুপ্রিয়া মণিপুরিতে এর ভাষান্তর ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। ঢাকার জাতীয় নাট্যশালায় ও নাটম-লে আগামী ২১, ২২ ও ২৩ মে ‘এক নাটকের উৎসব’ শিরোনামে টানা তিন সন্ধ্যায় নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এক বন্ধ্যা নারীর মনস্তাত্ত্বিক সঙ্কটকে কেন্দ্র করে ‘লেইমা’ নাটকের কাহিনী গড়ে উঠেছে। মণিপুরি নাট্য আঙ্গিক ও পাশ্চাত্য অভিনয়রীতির রসায়নে পরিবেশিত হবে দেড় ঘণ্টার নাটক ‘লেইমা’। এতে লেইমার ভূমিকায় অভিনয় করবেন জ্যোতি সিনহা। আরও অভিনয় করবেন বিধান সিংহ, সুরজিৎ সিংহ, সঞ্জিত সিংহ, শুক্লা সিনহা, উজ্জ্বল সিংহ, সমরজিৎ, দীপু, শুক্লা, সুস্মিতা, অনামিকা, সমরজিত ও সুকান্ত। সঙ্গীত করবেন শর্মিলা সিনহা ও কৃষ্ণকুমারী সিনহা। ২১ মে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ঢাকার মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। এরপর ২২ মে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার ও শেষদিন ২৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটম-লে সন্ধ্যা সাড়ে ৬টা ও সোয়া ৮টায় নাটকটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
×