ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় গ্রিডের আওতায় আনার দাবি

কুতুবদিয়ায় বায়ু বিদ্যুতের নামে প্রতারণা

প্রকাশিত: ০৬:৩২, ১৪ মে ২০১৫

কুতুবদিয়ায় বায়ু বিদ্যুতের নামে প্রতারণা

নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া, ১৩ মে ॥ কক্সবাজারের অবহেলিত একটি সম্ভাবনাময় দ্বীপ-উপজেলা কুতুবদিয়া। বিদ্যুত সমস্যার কারণে উন্নয়নে মারাত্মক পিছিয়ে পড়ছে এ দ্বীপ। বিদ্যুতের আশা প্রায় দু’লাখ দ্বীপবাসীর যেন আজন্মই হতাশা। বায়ু, সোলার ও জেনারেটর বিদ্যুত সবই ফাঁকিঝুঁকি, লোক দেখানো ও সরকারী অর্থ লোপাটের ফাঁদ। অতসব সিস্টেম না দিয়ে কম খরচে চট্টগ্রাম বাঁশখালীর ছনুয়া টু দ্বীপের উত্তর ধুরুং (মাত্র সোয়া কি.মিটার কুতুবদিয়া চ্যানেলের তলদেশ) হয়ে সাবমেরিন কেবলের সাহায্যে জাতীয় গ্রিডলাইন বিদ্যুতায়ন করলে দেশের সম্পদে পরিণত হতে পারে এ দ্বীপ। পিডিবি ১৯৭৯ সালে একটি জেনারেটর স্থাপন করে সর্বপ্রথম উপজেলা সদরের নগণ্য এলাকায় বিদ্যুত সরবরাহ করে। পরে বিভিন্ন সময়ে আরও ২টি জেনারেটর যোগ করলেও বিদ্যুতের কাক্সিক্ষত সুফল না পাওয়ায় দীর্ঘদিন থেকে জাতীয় গ্রিডলাইনের দাবি জানিয়ে আসছিল দ্বীপবাসী। এ ফাঁকে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ‘প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস্ কোম্পানি লি. ২০০৬ সালে উপজেলার আলী আকবর ডেইলের সমুদ্রপাড়ে স্থাপন করে বায়ু বিদ্যুত পাইলট প্রকল্প। ৫০টি টারবাইন, ১০টি ইনভেটর ও ১হাজার উইং ব্যাটারীর সাহায্যে ১ হাজার কিলোওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ প্রকল্প প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যুত সরবরাহতো-করেইনি, বর্তমানে সম্পূর্ণ আকার্যকর অবস্থায় পড়ে আছে। অভিযোগ রয়েছে প্রকল্পটি দেখিয়ে সরকার থেকে কোটি কোটি টাকার ঋণ গ্রহণ করে অন্য এলাকায় শিল্প কারখানা গড়ে তুলেছে কোম্পানিটি। সরকারের অদূরদর্শী পরিকল্পনার সুযোগে বিগত ৮/১০ বছরের মধ্যে এক ডজনের অধিক সৌরবিদ্যুত কোম্পানি চড়ামূল্য ও চক্রবৃদ্ধি সুদের বিনিময়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে গ্রাহক ঠকানোর অভিযোগ রয়েছে। ঢাকায় তিতাস উপজেলা কল্যাণ সমিতি গঠন ঢাকায় বসবাসরত তিতাস উপজেলার বিভিন্ন পেশার অধিবাসী নিয়ে এক আলোচনা সভা সম্প্রতি ধোলাইপাড়ে সম্রাট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মফিজুল হুদা দুলাল। সভায় বিস্তারিত আলোচনার পর উপস্থিত সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে সভাপতি ও সাঈদুল হককে (ফারুক) সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট ঢাকায় তিতাস উপজেলা জনকল্যাণ সমিতি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেনÑ সহ-সভাপতি মোবারক হোসেন, এম এ মালেক, ডাঃ জাহিদ হোসেন ও মোঃ রুকন উদ্দিন, যুগ্ম সম্পাদক- গিয়াস উদ্দিন আহমেদ ও বদিউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক- মোশতাক আহমদ নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- জায়েদ এ রেজা, অর্থ সম্পাদক- ইউনুস মিয়া, দফতর সম্পাদক- আবদুল হাকিম, আইন বিষয়ক সম্পাদক- এ্যাডভোকেট মোঃ নাসির, মহিলা বিষয়ক সম্পাদিকা- মাহমুদা হোসেন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা- নাজনিন আকতার রিনি, সমাজকল্যাণ সম্পাদক- নেছার আহমেদ ও সাংস্কৃতিক সম্পাদক- শেখ ফরিদ উদ্দিন প্রধান। কার্যকরী সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধ সৈয়দ মফিজুল হুদা দুলাল, আকতার হোসেন, আবদুল মতিন, জুনাব আলী চেয়ারম্যান, শাহ আলম, এমদাদুল হক বাদশা, এম শাহজাহান, জীবন রহমান (জামিল), মোঃ কামাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, এম এ মতিন ও মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস। -বিজ্ঞপ্তি।
×