ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএল ॥ শীর্ষে ফিরতে কলকাতার প্রতিপক্ষ আজ মুম্বাই

প্রকাশিত: ০৬:২১, ১৪ মে ২০১৫

আইপিএল ॥ শীর্ষে ফিরতে কলকাতার প্রতিপক্ষ আজ মুম্বাই

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইটরাইডার্সের মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষের মাঠ ওয়াংখেড়ে জিতলে চেন্নাই সুপার কিংসকে টপকে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে গৌতম গাম্ভীরের দল। ১২ খেলায় ৭ জয় ও ১ ম্যাচের পয়েন্ট ভাগাভাগি করে দ্বিতীয় স্থানে কলকাতা (১৫ পয়েন্ট)। মঙ্গলবার দিল্লী ডেয়ারডেভিলসের কাছে অপ্রত্যাশিত হার সত্ত্বেও ১৩ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই। কলকাতার আজকের প্রতিপক্ষ মুম্বাই ১২ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। এ পর্যায়ে আইপিএলটা এমনই জমে উঠেছে যে, রোহিত শর্মাদেরও থাকছে শেষ চারের আশা! সেজন্য আজ এবং পরের ম্যাচটিতে জিততে হবে তাদের। খেলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ায় ম্যাচটি ঘিরে বইছে বাড়তি উত্তেজনা। ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রথম দেখায় নাইটদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল ইন্ডিয়ান্সরা। শেষ চারের সম্ভাবনা উজ্জ্বল করার পাশাপাশি ঘরের মাঠে রোহিতদের সামনে প্রতিশোধের সুযোগ। তবে কাজটা মোটেই সহজ নয়। চমৎকার ক্রিকেট খেলছে প্রতিপক্ষ কলকাতা। নিজেদের শেষ দুই ম্যাচে যথাক্রমে দিল্লী ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাবকে হারায় গাম্ভীর বাহিনী। ইডেন গার্ডেন্সে প্রথম দেখায় পাত্তা পায়নি রোহিতের দল। উদ্বোধনী ম্যাচে সেদিন অধিনায়কের ৯৮ রানে ভর করে ১৬৮ রান সংগ্রহ করেছিল মুম্বাই। জবাবে গাম্ভীর (৪৩ বলে ৫৭), মানিষ পান্ডে (২৪ বলে ৪০) ও সুরিয়া কুমার যাদবের (২০ বলে ৪৬*) দুরন্ত ব্যাটিংয়ে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মরনে মরকেল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশী তারকা সাকিব আল হাসান। কলকাতা যেভাবে উড়ছে, তাতে শেষ পর্যন্ত সাকিব একাদশে জায়গা পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছেই! ব্যাটে-বলে দুরন্ত নৈপূণ্যে কলকাতাকে প্রায় শেষ চারের দোরগোড়ায় নিয়ে এসেছেন ইসুফ পাঠান ও আন্দ্রে রাসেলরা। ওয়াংখেড়ে পৌঁছে স্থানীয় সংবাদম্যাধ্যমকে দেয়া সাক্ষাতকারে আজও মুম্বাইকে গুঁড়িয়ে দিতে হুঙ্কার ছুড়েছেন তিনি। বলেছেন, ‘রাসেলের সঙ্গে পাঠান আছেন বলেই কলাকাতা দলে গেইলের প্রয়োজন নেই!’ ২০১২ সালে মুম্বাইকে হারানোর পর এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে ঝামেলায় জড়িয়ে নিষিদ্ধ কলকাতা বস্ শাহুরুখ খান আজও ওয়াংখেড়ে প্রবেশ করতে পারবেন না।
×