ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তার চেক দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৭, ১৪ মে ২০১৫

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তার চেক দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার খেতাবপ্রাপ্ত আট মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্য ও উত্তরসূরীদের কাছে তাদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। খবর বাসসর। প্রধানমন্ত্রী বুধবার তাঁর কার্যালয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য এবং উত্তরসূরীদের কাছে চেক হস্তান্তর করেন। দুই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এবং হামিদুর রহমানের পরিবারের সদস্য ও উত্তরসূরিরা এবং ৬ বীরপ্রতীক ও তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন। বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন ক্যাম্প স্থায়ী করা হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী স্টাফ রিপোর্টার ॥ নিজেকে গরিবের মন্ত্রী বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গরিব রোগীদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। তারা সঠিক চিকিৎসা পায় না। তাদের আর্থিক সামর্থ্য থাকে না। তাই গরিবের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নানা কর্মসূচী হাতে নিয়েছে বর্তমান সরকার। বিনামূল্যে কৃত্রিম পা সংযোজনের যে ক্যাম্প চলছে তা স্থায়ী করা হবে। বিএনপি নেতা সালাহউদ্দিনের সন্ধান পাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বলেন, অনেক নাটক দেখেছি, এখন দেখছি সালাহউদ্দিন ভারতের মেঘালয়ে চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভবিষ্যতে হয়ত বেগম জিয়ার আরও অনেক নাটক দেখব। বেগম জিয়া যেভাবে নাটক শুরু করেছেন, এতে অভিনেতাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। খালেদা জিয়ার নাটকের শেষ নেই। বুধবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) বাংলাদেশ অর্থোপেডিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ৬শ’ দুস্থ রোগীর মধ্যে বিনামূল্যে পা সংযোজন ক্যাম্প উদ্বোধন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ অর্থোপেডিক সমিতি। ভারতের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহযোগিতায় ক্যাম্পটি চালু করা হয়েছে। গত ৭ মে এর কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী ২৪ মে পর্যন্ত।
×