ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ বীমা কোম্পানির প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত: ০৪:৫৭, ১৪ মে ২০১৫

পাঁচ বীমা কোম্পানির প্রতিবেদন প্রকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৫ কোম্পানি। এগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ॥ প্রথম প্রান্তিকে (জানু’১৫-মার্চ’১৫) কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৭১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকা ও ০.৭৫ টাকা। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ॥ প্রথম প্রান্তিকে (জানু’১৫-মার্চ’১৫) এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সেরের করপরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৫৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা ও ০.৬২ টাকা। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড ॥ প্রথম প্রান্তিকে (জানু’১৫-মার্চ’১৫) মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের করপরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৫৫ লাখ টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৫৯ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ৬০ লাখ টাকা ও ০.৬০ টাকা। ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড ॥ প্রথম প্রান্তিকে (জানু’১৫-মার্চ’১৫) ফিনিক্স ইন্স্যুরেন্সের করপরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৭৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা ও ০.৭৬ টাকা। সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ॥ প্রথম প্রান্তিকে (জানু’১৫-মার্চ’১৫) সিটি জেনারেল ইন্স্যুরেন্সের করপরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৪৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ৩৫ লাখ টাকা ও ০.৪২ টাকা।
×