ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোবাইল মার্কেটে আসছে ইনটেক্স টেকনোলজি

প্রকাশিত: ০৬:২৮, ১৩ মে ২০১৫

মোবাইল মার্কেটে আসছে ইনটেক্স টেকনোলজি

ভারতের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড ইনটেক্স টেকনোলজি, ১৯ বছর ধরে তথ্যপ্রযুক্তিতে উদ্ভাবকের ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে স্মার্ট ফোনের একটি বিশাল সম্ভাবনাময় বাজার রয়েছে, আমরা গত এক বছরে এর দ্রুত বিস্তার দেখেছি। ইনটেক্স টেকনোলজি (ভারত) লিমিটেডের পরিচালক কেসব বনসাল বলেন, বাংলাদেশে আমরা পরবর্তী ৬-৮ মাস ৩৬০ ফবমৎবব প্রচার চালাব যা ক্রেতাদের কাছে ব্র্যান্ডের ইমেজ এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। আমরা গ্রাহককেন্দ্রিক ব্র্যান্ড। বাংলাদেশী গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা সেট তৈরি করব। অন্যান্য ব্র্যান্ড থেকে আমাদের অনেক সুবিধা রয়েছে। -বিজ্ঞপ্তি। সোনালী ব্যাংকের ডিএমডি সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আতাউর রহমান প্রধান মঙ্গলবার যোগদান করেছেন। এর আগে তিনি সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। ২০১৪ সালে তিনি জেনারেল ম্যানেজার থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন। আতাউর রহমান ১৯৮৪ সালে ফিন্যান্সিয়াল এনালিস্ট হিসেবে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। -বিজ্ঞপ্তি।
×