ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্সেল রেফ্রিজারেটর কাবাডি লীগ

প্রকাশিত: ০৫:৫৮, ১৩ মে ২০১৫

মার্সেল রেফ্রিজারেটর কাবাডি লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী রবিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘মার্সেল রেফ্রিজারেটর প্রথম বিভাগ কাবাডি লীগ।’ এই লীগ চলবে ২৪ মে পর্যন্ত। এই প্রতিযোগিতায় ১২ দল অংশ নিচ্ছে। দলগুলো হলো : ফারুক স্মৃতি কাবাডি ক্লাব, অর্বাচীন ক্রীড়াচক্র, ম্যানসিটি ক্লাব, সিংনা সংঘ, মানিকনগর উন্নয়ন সমিতি, স্বর্ণালী সংসদ, ইনস্টিটিউট অব কাবাডি, মৌলভী সুরজ্জামাল স্মৃতি সংসদ, সাত রওজা নবীন সংঘ, স্টার স্পোর্টস, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও শিশু-কিশোর সংঘ। মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন মার্সেল মার্কেটিং সাউথ বিভাগের এডিশনাল ডিরেক্টর মতিউর রহমান ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, লীগ কমিটির সদ্যস সচিব কাইউম শিকদার এবং লীগ কমিটির চেয়ারম্যান রতন কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তা। শীর্ষস্থানধারী দুটি দল প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পাবে। আর রেলিগেশনের মাধ্যমে একটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। লীগের সেরা তিন খেলোয়াড়কে মার্সেলের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। আরচারি জাজেস কোর্স স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে পাঁচ দিনব্যাপী টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের আরচারি প্রশিক্ষণ কেন্দ্রে ‘আরচারি জাজেস কোর্স’ অনুষ্ঠিত হবে। কোর্সে ঢাকা ও ঢাকার বাইরে থেকে বিভিন্ন ক্লাব, সংস্থা ও প্রতিষ্ঠানের ২১ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন যারা গত ৯ মে অনুষ্ঠিত ‘ওপেন বুক এক্সাম’ (বই দেখে পরীক্ষা)-এর মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হন। এ কোর্স থেকে পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবেন তাদের ফেডারেশন থেকে ‘ন্যাশনাল ক্যান্ডিডেট জাজ’ ক্যাটাগরির সনদ প্রদান করা হবে। এই সনদের বলে জাজরা পরবর্তীতে ফেডারেশনের সঙ্গে নিবন্ধিত হতে পারবেন। সার্ক গলফে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ ১২-১৭ মে পর্যন্ত ভারতের কর্নাটক গলফ এ্যাসোসিয়েশন ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য ‘সার্ক গলফ চ্যম্পিয়নশিপ’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ গলফ ফেডারেশনের পক্ষ থেকে তিন গলফার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। গলফাররা হচ্ছেন : ইসমাইল হোসেন, মোহাম্মদ রাসেল এবং আকবর হোসেন। বিচ রাগবি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও হোটেল অস্টার ইকোর পৃষ্ঠপোষকতায় এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘হোটেল অস্টার ইকো বিচ রাগবি প্রতিযোগিতা’ আগামী ১৫ মে থেকে ১৬ মে পর্যন্ত কক্সবাজার ঊর্মি পয়েন্টে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা ফুটবল লীগ স্পোর্টস রিপোর্টার ॥ শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লীগে মঙ্গলবারের খেলায় নারায়ণগঞ্জে নিতাইগঞ্জ ক্রীড়া চক্র ১-০ গোলে সিনহা স্পোর্টিং ক্লাবকে, পটুয়াখালীতে মৎস্য ব্যবসায়ী ক্লাব ৪-০ গোলে সেভেন স্টার ক্লাবকে হারায়। ইলেভেন বুলেটস্ ক্লাব গোলশূন্য ড্র করে ঐকতান সংসদের সঙ্গে।
×