ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাদালের পতন, কুজনেতসোভার অগ্রগতি

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ মে ২০১৫

নাদালের পতন, কুজনেতসোভার অগ্রগতি

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা মোটেই ভাল যাচ্ছে না রাফায়েল নাদালের। সোমবার সর্বশেষ প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিংয়ের তালিকাটা দেখলেই তা সুস্পষ্ট। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেলেন স্প্যানিশ এই টেনিস তারকা। সদ্য সমাপ্ত মাদ্রিদ ওপেনের শুরু থেকে ভালই খেলেছিলেন ক্লে কোর্টের রাজা। কিন্তু ফাইনালে ব্রিটিশ টেনিস তারকা এ্যান্ডি মারের কাছে পরাজয় মানেন তিনি। লাল মাটির মুকুট হারানোর ফলে র‌্যাঙ্কিংয়েও ব্যাপক অধপতন ঘটে তার। শেষ দশ বছরের মধ্যে এবারই সবচেয়ে বাজে অবস্থান রাফায়েল নাদালের। এতে হতাশ এই স্প্যানিয়ার্ড। আগামী ১৯ মে থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগে এমন অবস্থা নাদালকে মারাত্মকভাবেই ভোগাবে। তবে রাফায়েল নাদালের পতন ঘটলেও শীর্ষ স্থান ধরে রেখেছেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। মাদ্রিদ ওপেনে অংশ নেননি জোকোভিচ। কিন্তু তার পরও নিজের জায়গাটাকে পাকাপোক্ত করে রেখেছেন এই জোকার। সার্বিয়ান তারকার পর র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে অবস্থান করছেন রজার ফেদেরার। টেনিসের জীবন্ত কিংবদন্তি ফেদেরারও নিজেকে হারিয়ে খোঁজছেন। জোকোভিচ-ফেদেরারের পরেই রয়েছেন ব্রিটিশ টেনিস তারকা এ্যান্ডি মারে। গত সপ্তাহে মিউনিখ ওপেন জয়ের পর মাদ্রিদ মাস্টার্সেও শিরোপা জেতেন তিনি। ক্লে কোর্টে এটা তার ক্যারিয়ারে প্রথম মাস্টার্স সিরিজ জয়। রাফায়েল নাদাল ভক্তরা আশা করেছেন যে পুনরায় তার হারানো সাম্রাজ্য ফিরে পাবেন। কিন্তু টেনিসবোদ্ধারা নাদালের ফর্মে ফেরার ব্যাপারে যথেষ্ট সন্দিহান। এ ছাড়া নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী টেনিস র‌্যাঙ্কিংয়ের চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছেন কানাডার মিলোস রাওনিক ও চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ। দুজনই দুই ধাপ করে এগিয়েছেন। এদিকে মহিলা এককে শীর্ষ বিশে ফিরে এসেছেন রাশিয়ার সভেতলনা কুজনেতসোভা। ১১ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ১৮। ২০০৯ সালের পর মাদ্রিদ ওপেনেই প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের ফাইনালে ওঠেন কুজনেতসোভা। তার ফল হিসেবেই র‌্যাঙ্কিংয়ে তার এই উন্নতি। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। কিন্তু রাশিয়ার মারিয়া শারাপোভাকে টপকে দুইয়ে উঠে এসেছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে মাদ্রিদ ওপেনের চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা ও ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি।
×