ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফরাসী প্রেসিডেন্টের ঐতিহাসিক কিউবা সফর শুরু

প্রকাশিত: ০৬:১৬, ১২ মে ২০১৫

ফরাসী প্রেসিডেন্টের ঐতিহাসিক কিউবা সফর শুরু

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ রবিবার কিউবা সফর করছেন। গত এক শতাব্দীরও বেশি সময় পর এই প্রথম কোন ফরাসী প্রেসিডেন্ট কমিউনিস্ট রাষ্ট্র কিউবা সফর করছেন। এছাড়া গত ডিসেম্বরে সম্পর্ক উন্নয়নে হাভানা ও ওয়াশিংটনের আকস্মিক ঘোষণার পর পশ্চিমা দেশের নেতা হিসেবেও প্রথম কিউবা সফর করছেন ওলাঁদ। হাভানার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, কিউবার নিজেকে উন্মুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে ইউরোপীয় ও পশ্চিমা দেশের মধ্যে আমরাই প্রথম তাদের পাশে দাঁড়াতে চাই। তিনি আরও বলেন, কয়েক দশকের অবরোধ শিথিলের কারণে কিউবার সমস্যাসঙ্কুল অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে। সোমবার কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে ওলাঁদ সাক্ষাত করবেন। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। কিন্তু ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে ওলাঁদের সাক্ষাতের বিষয়টি হাভানা থেকে নিশ্চিত করা হয়নি।
×