ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচীতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫৭, ১২ মে ২০১৫

ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচীতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচীতে পুলিশের হামলার প্রতিবাদে সোমবার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নারী নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে রবিবার এ কর্মসূচী পালন করা হয়েছিল। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতারÑ রংপুর ॥ রংপুরের প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ জাহাজ কোম্পানির মোড়ে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেনÑ ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি আহসানুল আরেফিন তিতু, ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদ হোসেন জুয়েল, ছাত্রফ্রন্ট আহ্বায়ক সাদেক হোসেন, ছাত্র ফেডারেশনের যুগ্ম-আহ্বায়ক গোপাল রায় অনিক প্রমুখ। বরিশাল ॥ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি শারমিন জাহান পপি। চবি ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন চবি শাখা। বেলা সোয়া একটায় এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর শুরুতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তা বিশ্ববিদ্যালয় রেলস্টেশন প্রদক্ষিণ করে। দিনাজপুর ॥ নববর্ষে যৌন নির্যাতনের প্রতিবাদকারীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসনোট দাবি করে ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য বলেছেন, বাংলাদেশ যে নারীবান্ধব দেশ নয়, তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে।
×