ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯৪-এ গ্র্যাজুয়েশন

প্রকাশিত: ০৫:৪০, ১২ মে ২০১৫

৯৪-এ গ্র্যাজুয়েশন

লেখাপড়া শেখার কোন বয়স নেই। প্রমাণ মার্কিন নাগরিক এ্যান্থনি ব্রুত্তো। চুরানব্বই বছর বয়সে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করে সারাবিশ্বে শুধু তাকই লাগাননি, দেখিয়েছেন যে, ইচ্ছাশক্তি থাকলে যে কোন বয়সেই লেখাপড়া চালিয়ে যাওয়া যায়, ডিগ্রীও অর্জন করা যায়। ১৯৩৯ সালে তিনি ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে প্রকৌশল বিদ্যায় স্নাতক শুরু করেন। কিন্তু এই বিষয়ে লেখাপড়ায় সমস্যা হওয়ায় শিক্ষকের পরামর্শে ভৌতবিদ্যা ও শিল্পকলায় পড়া শুরু করেন। পড়া অসমাপ্ত রেখেই ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনীর বিমান ইউনিটে যোগ দেন। যুদ্ধ শেষে এ্যান্থনি আর লেখাপড়ায় ফিরতে পারেননি। তাকে বাবা ও ভাইয়ের সঙ্গে সিমেন্ট কারখানায় কাজ শুরু করতে হয় জীবিকার তাগিদে। এর পর ১৯৪৬ সালে তিনি আবারও সেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেছিলেন। কিন্তু, বিধি বাম স্ত্রীর অসুস্থতায় ছেদ পড়ে লেখাপড়ায়। এর পর এতদিন আর লেখাপড়া করা হয়নি। তবে দীর্ঘকাল পর বার্ধ্যক্য এসে তিনি আবার অসমাপ্ত লেখাপড়া শুরু করেন এবং অর্জন করেন দীর্ঘ লালিত স্বপ্নের গ্র্যাজুয়েশন। এই মাসের ১৭ তারিখে ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি কলেজে আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দেয়া হবে তার হাতে। Ñসূত্র : ওয়েবসাইট।
×