ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইলিয়াস হোসেনের ‘না বলা কথা-৩’

প্রকাশিত: ০৪:১৪, ১২ মে ২০১৫

ইলিয়াস হোসেনের ‘না বলা কথা-৩’

স্টাফ রিপোর্টার ॥ এ প্রজন্মের শিল্পীদের মধ্যে যে কয়জন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে ইলিয়াস হোসেন অন্যতম। গত বছর তার গাওয়া গানগুলোর মধ্যে ‘নীল নয়না’ গানটি আলোচনায় আসে। গানটি ইলিয়াসের হোসেনের সঙ্গে গেয়েছে রাদিত। গত বছর তারই গাওয়া ‘নিশিদিন’ ও ‘তুমি যদি’ গান দুটিও খুব সাড়া ফেলে। এ বছর ‘ভালবাসার জয়’ ও ‘হৃদয় পুড়ে যায়’ গান দুটিও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে কাজ শেষ করে করেছেন তার তৃতীয় সলো এ্যালবামের। এ্যালবামটি তিনি শ্রোতাদের হাতে তুলে দিতে চান এ বছর ঈদ-উল ফিতরে। ‘না বলা কথা-১’ ও ‘না বলা কথা-২’ এ্যালবাম দুটির সাফল্যের পর তার নতুন এ্যালবামটি আসছে ‘না বলা কথা-৩’ শিরোনামে। এ এ্যালবামের শিরোনাম গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আরেফিন রুমি। এছাড়া এ এ্যালবামের দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকরা কাজ করেছেন। এ্যালবাম নিয়ে ব্যস্ততার পাশাপাশি এখন নিয়মিতভাবে চলচ্চিত্রে প্লেব্যাক ও বিজ্ঞাপনে জিঙ্গেলের কাজ করছেন ইলিয়াস হোসেন। তার প্রথম সলো এ্যালবাম বাজারে আসে ‘না বলা কথা’ ২০১২ সালে সিডি চয়সের ব্যনারে। দ্বিতীয় সলো এ্যালবাম প্রকাশ পায় ‘না বলা কথা-২’ ২০১৩ সালে এটাও এসেছিল সিডি চয়সের ব্যানারে। ইলিয়াস হোসেন ভাল কিছু গান করে যেতে চান ও সারা জীবন গান নিয়ে থাকতে চান।
×