ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবচেয়ে পুরনো চৌম্বক ক্ষেত্র

প্রকাশিত: ০৬:৪৮, ১১ মে ২০১৫

সবচেয়ে পুরনো চৌম্বক ক্ষেত্র

সৌরজগতে সবচেয়ে পুরনো চৌম্বক ক্ষেত্র রয়েছে সূর্যের নিকটতম গ্রহ বুধের। বুধ আবর্তনকারী নভোযান মেসেঞ্জার থেকে নাসা এ তথ্য জানতে পেরেছে। চৌম্বক ক্ষেত্রটির বয়স চারশ’ কোটি বছরের বেশি। বুধের পৃষ্ঠে ৫০ কিলোমিটার দীর্ঘ একটি খাদের অবস্থা পর্যবেক্ষণ করে তারা এটি জানতে পারেন। বিজ্ঞানীদের ধারণা ২ হাজার ৪৪০ কিলোমিটার ব্যাসের এই গ্রহের কেন্দ্রে এখনও লোহ গলিত অবস্থায় রয়েছে। এর আগে ১৯৭০-এর দশকে নাসার মেরিনার-১০ বুধের চৌম্বক ক্ষেত্র আবিষ্কার করেছিল। -মার্কেট বিজনেস অনলাইন
×