ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে ভূমিকম্প ২৫ জন আহতকে বাঁচতে সহায়তা করেন এক ব্রিটিশ ডাক্তার

প্রকাশিত: ০৬:৪৬, ১১ মে ২০১৫

নেপালে ভূমিকম্প  ২৫ জন আহতকে  বাঁচতে সহায়তা  করেন এক  ব্রিটিশ ডাক্তার

নেপালে গত মাসে প্রলয়ঙ্করী ভূমিকম্পে তুষারধসের নিচে চাপা পড়া ২৫ জন গুরুতর আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাণ বাঁচাতে সহায়তা করেছিলেন এক ব্রিটিশ ডাক্তার। ৩৪ বছর বয়সী ওই ডাক্তার নিজেও পায়ে আঘাত পান এবং এ্যানেস্থেশিয়া ছাড়া নিজেই নিজের চিকিৎসা করেন। খবর গার্ডিয়ান অনলাইনের। ড. রাচেল টুলেট জানাচ্ছেন, গত মাসের ২৫ তারিখ যখন ৭.৯ মাত্রার ভূমিকম্পটি নেপালে আঘাত হানে তখন তিনি অন্যদের সঙ্গে এভারেস্টের ওঠার পথে ছিলেন। তিনি লক্ষ্য করলেন, হঠাৎ করে বিশাল এক তুষারধসের নিচে তিনি চাপা পড়ে গেছেন। এ অবস্থায় তিনি কয়েক মিনিট ছিলেন। এ অবস্থায় তার পা ভেঙ্গে যায়। তিনি বুঝতে পারলেন কঠিন বিপদের মুখোমুখি হলেও মারা যাননি। তার আশপাশে অনেকেই তুষারধসের নিচে চাপা পড়েছেন। চিকিৎসকের বাক্সটি নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে কাজে নেমে পড়েন। প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫ জন গুরুতর আহতকে সেরে উঠতে সহায়তা করেন। এদের মধ্যে ১৯ জন নেপালী ও ৬ জন বিদেশী। তবে এদের মধ্যে দু’জন পরে মারা গেছেন। ঘটনার ২৪ ঘণ্টা পর হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। টুলেট এখন নিউজিল্যান্ডে। তবে তিনি ফের নেপালে আসার পরিকল্পনা করছেন।
×