ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে সাংস্কৃতিক প্রচারাভিযান

প্রকাশিত: ০৬:৩৭, ১১ মে ২০১৫

ধামইরহাটে সাংস্কৃতিক প্রচারাভিযান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সীমান্তবর্তী ধামইরহাট উপজেলায় আদিবাসী অধ্যুষিত জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে সম্প্রতি প্রবীণ অধিকার সম্পর্কিত সাংস্কৃতিক প্রচারাভিযানের আয়োজন করা হয়। ইইউয়ের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় এ আয়োজন সম্পন্ন হয়। চলমান প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযানের অংশ হিসেবে স্থানীয় বেসরকারী সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউনিয়নের তালিকাভুক্ত ৪টি সাংস্কৃতিক দল প্রবীণদের অধিকার বিষয়ক নাটক, গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসডিওর কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান, জেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ, সাংবাদিক মোঃ হারুন আল রশীদ, আব্দুস সালাম প্রমুখ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে পুরস্কৃত করা হয়।
×