ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইজিসিসিতে সুরের ধারার রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

প্রকাশিত: ০৬:৩৬, ১১ মে ২০১৫

আইজিসিসিতে সুরের ধারার রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) শনিবার সন্ধ্যায় সুরের ধারার শিল্পীদের গাওয়া রবীন্দ্রসঙ্গীতে মুগ্ধ হলো শ্রোতারা। বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠিত সংগঠন সুরের ধারার রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার আয়োজনে সহযোগিতা দেয় এশিয়ান পেইন্টস, আইআরসিওএন এবং মাইক্রো বাংলাদেশ। গুলশান-১ এর আইজিসিসি মিলনায়তনে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এ সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীর মোট ১৮টি গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে শিল্পীরা পরিবেশন করেন সম্মিলক গান গহন কুসুম কুঞ্জ মাঝে। এরপর একে একে শিল্পীরা পরিবেশন করেন, ‘কান্না হাসির দোল দোলানো’, ‘বজ্রে তোমার বাজে বাঁশি’, ‘কণ্ঠে নিলাম গান’, ‘গানের ভিতর দিয়ে’, ‘দাঁড়িয়ে আছো তুমি’, ‘জগতে আনন্দ’, ‘আমার খেলা যখন’, ‘চিত্ত পিপাসিত রে’, ‘তোমায় গান শোনাব’, ‘আমার রাত পোহালো’, ‘আজি তোমায় আবার’,‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘শেষ গানের রেশ’ প্রভৃতি শিরোনামের গান। প্রসঙ্গত, বরেণ্য সঙ্গীতশিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা তার সঙ্গীত জীবনের অন্যতম দার্শনিক ও প্রেরণাদাত্রী কনিকা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলস্বরূপ ১৯৯২ সালে ঢাকায় ‘সুরের ধারা’ সঙ্গীত স্কুল প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের মাধ্যমে তিনি বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য অনুষ্ঠানে পারফর্ম করে যথেষ্ট সুনাম অর্জন করেছে সংগঠনটি। এ সংগঠনটির মাধ্যমে দেশে অসংখ্য শিল্পী তৈরি হয়েছে।
×