ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তীর্যকের ৪০ বছর পূর্তি শততম মঞ্চায়নে ‘ইডিপাস’

প্রকাশিত: ০৬:৩৫, ১১ মে ২০১৫

তীর্যকের ৪০ বছর পূর্তি শততম মঞ্চায়নে ‘ইডিপাস’

সংস্কৃতি ডেস্ক ॥ তীর্যক নাট্যদলের অন্যতম জনপ্রিয় প্রযোজনা প্রাচীন গ্রীক ট্র্যাজেডি সফোক্লিসের ‘ইডিপাস’ নাটকের শততম মঞ্চায়ন হতে যাচ্ছে। দল সূত্রে জানা গেছে, আগামী ১৫ মে শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে নাটকের বিশেষ মঞ্চায়ন হবে। দলের ৪০ বছর পূর্তি ও ‘ইডিপাস’ নাটকের শততম মঞ্চায়ন উপলক্ষে তীর্যক নাট্যদল আগামী ১৫ এবং ১৬ মে চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে দু’দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ মে সন্ধ্যা ৭টায় ‘ইডিপাস’ নাটকের প্রদর্শনী। ১৬ মে দিনব্যাপী তীর্যকের নাট্যকর্মী সম্মিলন, সন্ধ্যা সাড়ে ছয়টায় আলোচনা, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। গ্রীক ট্র্যাজেডিতে মানুষের অপরিসীম হতাশা আর অসহায়ত্ব চিত্রিত হয়েছে। এরকম অব্যক্ত চিত্তদহনের ছবি পৃথিবীর অন্য ভাষার সাহিত্যে আগে দেখা যায়নি। গ্রীক ট্র্যাজিডির অন্যতম শ্রেষ্ঠ কাহিনী ‘ইডিপাস’ যেখানে জীবন একই সঙ্গে নিষ্ঠুর এবং মহিমান্বিত। ভাগ্যাহত ইডিপাস, বিপর্যস্ত জীবনের মধ্যে তার বিধাতাকে প্রত্যক্ষ করেছেন- যে বিধাতা ভয়ঙ্কর। সত্যান্বেষণ এবং অনিশ্চয়তার বিপুল তরঙ্গে ভেসে চলেন ইডিপাস তৃণখ-ের মতো। তীর্যকের ‘ইডিপাস’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শায়লা শারমিন, রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, মাহববুল ইসলাম রাজিব, রিপন বড়ুয়া, শ্যামল বড়ুয়া তন্ময়, লাবনী বিশ্বাস, অমিত চক্রবর্তী, জুয়েল চাকমা, মানিক মিয়া, বন্দনা বর্ণা, মফিজুর রহমান, কাবেরী গুহ, আহমেদ ইকবাল হায়দার প্রমুখ। প্রসঙ্গত, তীর্যক নাট্যদলের ৩৮তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ইডিপাস নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর চট্টগ্রাম মুসলিম হলে। ২০০৩ সালের ২৮ ডিসেম্বর কলকাতায় প্রদর্শনীর মাধ্যমে নাটকটির ৯২তম প্রদর্শনী সম্পন্ন হয় । এই নাটকের নিয়মিত মঞ্চায়নের প্রথম পর্যায়ের প্রদর্শনীর সমাপ্তি হয়। গত ১৮ জুন ২০১৪ তির্যক ‘ইডিপাস’ নাটকটি আবারও নব-কলেবরে পুননির্মাণ করে মঞ্চে আনে। ইতোপূর্বে তির্যকের ৭টি প্রযোজনার ১০০তম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ১টি নাটক রবীন্দ্রনাথের ‘বিসর্জন’-এর দ্বিশততম মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। এটাই বাংলা রঙ্গমঞ্চে রবীন্দ্র-নাট্যের প্রথম দ্বি-শততম মঞ্চায়ন।
×