ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বোর্ড (ইসিবি) পরিচালক পদে সাবেক অধিনায়ক এ্যান্ড্রু স্ট্রস

বরখাস্ত ইংল্যান্ডের কোচ পিটার মুরস

প্রকাশিত: ০৬:২২, ১১ মে ২০১৫

বরখাস্ত ইংল্যান্ডের কোচ পিটার মুরস

স্পোর্টস রিপোর্টার ॥ অল্প সময়ে একাধিক ঝড় বয়ে গেল ইংলিশ ক্রিকেটে। বিশ্বকাপে চরম ভরাডুবির পর দুর্বল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করায় বরখাস্ত হলেন প্রধান কোচ পিটার মুরস। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান পরিচালক পদ থেকে পল ডাউনটনকে সরিয়ে সাবেক অধিনায়ক এ্যান্ড্রু স্ট্রসকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। মজার বিষয়, স্ট্রস দায়িত্ব পাওয়ার দুই দিনের মধ্যে বরখাস্ত হলেন মুরস! যার অর্থ ইংলিশ ক্রিকেটের নেপথ্যে চলছে অনেক অজানা খেলা। স্ট্রসের সঙ্গে আলোচনা করে মুরসকে বরখাস্তের ঘোষণা দেন ইসিবি প্রধান টম হ্যারিসন। ইসিবির বিবৃতিতে জানানো হয়, ‘ইসিবি নিশ্চিত করছে যে আজ (শনিবার) থেকে পিটার মুরস আর ইংল্যান্ড দলের প্রধান কোচ নন।’ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সংবাদমাধ্যমকে হ্যারিসন আরও বলেন, ‘ভবিষ্যতের দিকে নজর দিতে চাই। তাই আমাদের সঠিক পরিকল্পনা প্রয়োজন, আগামী ৫ বছরের মধ্যে ভাল ফল পাওয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ মুরস বরখাস্ত হওয়ায় ২১ মে লর্ডস টেস্ট দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ পল ফারব্রেস। স্ট্রসের নিয়োগ ও মুরসের বরখাস্ত ইংল্যান্ডসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি করে। তবে সবকিছু সহসা ঠিক হয়ে যাবে বলে আশাবাদী হ্যারিসন। ইংল্যান্ড ক্রিকেটে বিশৃঙ্খলার শুরু ২০১৩-১৪ এ্যাশেজ থেকে। অস্ট্রেলিয়া সফরে ভরাডুবির পর সরিয়ে দেয়া হয় তারকা কোচ এ্যান্ডি ফ্লাওয়ারকে। পল ডাউনটন দায়িত্ব নেয়ার পর দলে অচ্ছুত হয়ে পড়েন তুখোড় ব্যাটসম্যান কেভিন পিটারসেন। বিশ্বকাপের মাত্র কয়েক দিন আগে এ্যালিস্টার কুকের হাত থেকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় ইয়ন মরগানকে। বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ইংলিশরা! কয়েক দিন আগে র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ সফরে এগিয়ে গিয়েও শেষ টেস্টে হেরে সিরিজ ড্র করে ফেরেন মুরস-কুকরা। দল দেশে ফেরার সঙ্গে সঙ্গেই ইসিবির ভেতরে এ ব্যাপক পরিবর্তন। গত এ্যাশেজে হোয়াইটওয়াশ হওয়ার পর ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত হয়েছিল মুরস। ইংল্যান্ড কোচ হিসেবে এটি ছিল তার দ্বিতীয় মেয়াদ, মাত্র ১ বছরের ব্যবধানে সেই তাকেই গলাধাক্কা দিয়ে বের করে দেয়া হলো। মুরসের অধীনে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জয় ইংলিশদের বড় সাফল্য। তবে বিষয়টা সহজে মেনে নিতে পারছেন না তিনি। বরখাস্ত হওয়া কোচ বলেন, ‘যে কোন সিদ্ধান্তে দলের স্বার্থকেই আগে বিবেচনা করেছি এবং নিজেকে শতভাগ উজাড় করে ইংল্যান্ড ক্রিকেটের সেবা করেছি। এটা খুবই দুঃখজনক। ভাল কিছু পেতে চাইলে আমাদের ধৈর্য ধরতেই হবে। সবচেয়ে বড় কথা আমি সেই সময়টা পেলাম না।’ অন্যদিকে আরেক সাবেক তারকা মাইকেল ভনকে পেছনে ফেলে ইসিবির পরিচালকের দায়িত্ব পান ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ৩৮ বছর বয়সী স্ট্রস। মুরসের প্রশংসা করে তিনি বলেন, ‘সে আমাদের ক্রিকেটের জন্য সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছে। কিন্তু ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্তটা নিতে হয়েছে। আমাদের ঘরের মাটিতে আগামী বিশ্বকাপের চিন্তা মাথায় রাখতে হচ্ছে। ভাল ফল পেতে সবকিছু এখনই শুরু করতে হবে।’
×