ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হায়দরাবাদ-পাঞ্জাব ফিরতি ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:২১, ১১ মে ২০১৫

হায়দরাবাদ-পাঞ্জাব ফিরতি ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফিরতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাব। ১১ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে হায়দরাবাদ। এ পর্যায়ে শেষ চারের রেসে ভালমতোই টিকে আছে ডেভিন ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স। অন্যদিকে ৩ ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট কার্যত শেষ পাঞ্জাবের! আট দলের আসরে ১১ খেলায় ২ জয়ের বিপরীতে ৯ হারে পয়েন্ট টেবিলের তলানিতে বলিউড কুইন প্রীতি জিনতার মালিকানাধীন এ ফ্র্যাঞ্জাইজি। তার ওপর লীগ পর্বের প্রথম দেখায় হায়দরাবাদের কাছে বড় ব্যবধানে হারে তারা। ২৭ এপ্রিলের সেই ম্যাচে অধিনায়ক ওয়ার্নার (৪১ বলে ৫৮) আশিষ রেড্ডির (৮ বলে ২২*) ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রানের সম্মানজনক স্কোর গড়ে হায়দরাবাদ। কিন্তু দুরন্ত নৈপুণ্যে বোলাররা ওই সংগ্রহকেই যথেষ্ট বানিয়ে ফেলেন। যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন ট্রেন্ট বোল্ট। ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন কিউই তারকা। লোকাল হিরো ভুবনেশ্বর কুমার ২ উইকেট নিয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ৯ উইকেটে ১৩০Ñ এ থেমে যাওয়া পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে। প্রথম দেখা, পয়েন্ট টেবিলে অবস্থানের মতো নিজেদের শেষ ম্যাচের চিত্রও একই রকম! শনিবার দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ৬ রানের চমৎকার জয়ে আজও উজ্জীবিত ওয়ার্নারের দল। একই দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১ বল বাকি থাকতে কলকাতা নাইটরাইডার্সের কাছে ১ রানে হারে পাঞ্জাব। হারা ম্যাচ থেকে উদ্দীপনা পেতে পারে বেইলির দল। ইডেন গার্ডেন্সে পাঞ্জাবকে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়ার রূপকার গ্লেন ম্যাক্সওয়েল। ইনজুরি থেকে ফেরা অসি পাওয়ার হিটার ২২ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন ৪৩ রান। ১১ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ডেভিন মিলার। জবাবে ৮৩ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়া সত্ত্বেও কলকাতাকে নাটকীয় জয় এনে দেন আন্দ্রে রাসেল। ২১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫১ রানের দুরন্ত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। টাইগার হিরো শাকিব আল হাসানের অনুপস্থিতিতে কলকাতার সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান তার। শাসরুদ্ধকর জয়ে চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় কলকাতা। হারলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে সমানে পাল্লা দেয়ায় বেইলিদের আজ আত্মবিশ্বাস যোগাবে। তবে তৃতীয় জয় দেখাটা সহজ হবে না।
×