ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেলে হাসপাতাল ছাড়লেন

প্রকাশিত: ০৬:২১, ১১ মে ২০১৫

পেলে হাসপাতাল ছাড়লেন

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই মূত্রথলিতে সফল অস্ত্রোপচার করা হয় ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলের। আর সফলভাবে সেই অস্ত্রোপচারের পর শনিবার তাকে ছেড়ে দিয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ। এ সময় তারা পেলের হাস্যোজ্জ্বল একটি ছবিও প্রকাশ করে। পেলে এ সময় স্পোর্টস জার্সি পরিহিত থাকেন। ভক্ত এবং ক্যামেরাম্যানদের উদ্দেশে হাতও নাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বান্ধবী মার্সিয়া সিবেলি এওকি। এবার নিয়ে মাত্র ছয় মাসের মধ্যেই দুইবার অস্ত্রোপচার হলো ব্রাজিলের কিংবদন্তির। এর ছয় মাস আগে কিডনি থেকে পাথর বের করা হয়েছিল তার। সেবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু সফলভাবে অস্ত্রোপচারের পর সেবার বাড়ি ফিরেছিলেন পেলে। এবারও আশঙ্কা তৈরি হয়েছিল পেলেকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছেÑ ‘পেলে এখন সুস্থ। অত্যন্ত সাফল্যের সঙ্গেই তার অস্ত্রোপচার সফল হয়েছে। তাই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ফুটবল বিশ্বে ব্রাজিলিয়ান তারকা পেলে নামটি অনন্য। অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের বিস্ময়কর কীর্তি গড়েন পেলে। গতবার যখন ইনজুরিতে পড়ে হাসপাতালে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলের আইকন তখন কৌতুক করেই বলেছিলেন, ২০১৬ অলিম্পিকে ব্রাজিলের হয়ে খেলাটা তার খুব ইচ্ছে। তাই আমি সেই লড়াইয়ের জন্য সবধরনের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আগামী বছর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হবে অলিম্পিকের আসর। নিজেদের মাটিতে ফুটবল পায়ে আবারও খেলার জন্য যেন উন্মুখ হয়ে আছেন তিনি।
×