ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারকে অভিনন্দন না জানানো বিএনপির হীনম্মন্যতা ॥ ও. কাদের

প্রকাশিত: ০৬:১৭, ১১ মে ২০১৫

সরকারকে অভিনন্দন না জানানো বিএনপির হীনম্মন্যতা ॥  ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১০ মে ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সীমান্ত চুক্তির বিষয়ে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সাফল্যে সরকারকে অভিনন্দন না জানিয়ে বিএনপি হীনম্মন্যতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে সীমান্ত সমস্যাটি লাল কার্পেটের নিচে চাপা ছিল। লাল কার্পেট সংবর্ধনা হয়েছে, কিন্তু এই ইস্যুটি সাহস করে নতুন দিল্লীর কোন সরকারের কাছে আওয়ামী লীগ ছাড়া কেউ করেনি। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আট লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, নারায়ণগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী রোশনি-এ-ফাতেমাসহ উর্ধতন কর্মকর্তারা। মন্ত্রী বলেন, ১৯০ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের কাজের ৭০ ভাগ শেষ হয়েছে। আগামী নবেম্বরের মধ্যে আট লেন প্রকল্পের এ কাজ শেষ হবে। দেশে আট লেন প্রকল্পের কাজ এটাই প্রথম। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধ্যমে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার পথে কোন যানজটের সৃষ্টি হবে না।
×