ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাওড়াকান্দি ঘাটে ফেরি স্পিডবোট সংঘর্ষ আহত ১০, নিখোঁজ ৪

প্রকাশিত: ০৬:১০, ১১ মে ২০১৫

কাওড়াকান্দি ঘাটে ফেরি স্পিডবোট সংঘর্ষ  আহত ১০, নিখোঁজ ৪

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ মে ॥ শনিবার রাতে মাদারীপুরের শিবচর কাওড়াকান্দি ঘাটে ফেরি-স্পিডবোট সংঘর্ষে স্পিডবোটের চার যাত্রী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ২ জন শিশু ও ৩ জন নারী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাতে সামনে বসে থাকা যাত্রীরা মারাত্মক আহত অবস্থায় নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা করছেন স্পিডবোটের পেছনের যাত্রীরা। এ ঘটনায় আহত বা নিখোঁজ কারও নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে মাওয়া ঘাট থেকে শামীম মাতুব্বরের মালিকানাধীন একটি স্পিডবোট ১৬ জন যাত্রী নিয়ে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। স্পিডবোটটি কাওড়াকান্দি ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছলে একটি ফেরির সঙ্গে সংঘর্ষ হয়।
×