ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্থিতিশীলতা ফেরাতে বিএফএমএফের প্রথম বৈঠক

প্রকাশিত: ০৫:৫৯, ১১ মে ২০১৫

স্থিতিশীলতা ফেরাতে  বিএফএমএফের  প্রথম বৈঠক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে জরুরী বৈঠক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল মার্কেট ফোরাম (বিএফএমএফ)। নবগঠিত সংগঠনটির প্রথম বৈঠকে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন, বিশেষ করে দেশের ফাইন্যান্সিয়াল মার্কেটের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ানোর বিষয়ে জোর দেয়া হয়। এছাড়া বৈঠকে বাজারে স্থিতিশীলতা ফেরাতে কিছু প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবগুলো হলো : আসন্ন বাজেটের প্রস্তাব হিসেবে লিস্টেড ফাইন্যান্সিয়াল কোম্পানি ও নন-লিস্টেড ফাইন্যান্সিয়াল কোম্পানির মধ্যে করের হার এর পার্থক্য ১০% এর মধ্যে রাখা। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুঁজি বিনিয়োগের সীমা নিয়ে কথা বলতে আগ্রহী উদ্যোক্তারা। এছাড়া বৈঠকে দেশের ব্যবসায়িক এ্যাসোসিয়েশনগুলো থেকে সর্বাধিক তিনজন করে প্রতিনিধি নিয়ে বিএফএমএফ-এর জেনারেল বডি গঠনের প্রস্তাব ও সিদ্ধান্ত নেয়া হয়। ফোরামের জেনারেল বডি গঠনের পরপরই নিবন্ধন এর বিষয় নিয়ে কার্যক্রম শুরু করবে সংগঠনটি।
×